ঠিক যেন সিনেমার দৃশ্য, বৃদ্ধার সাজে কড়া নিরাপত্তা টপকে ব্যাঙ্ক লুঠ করে পলাতক যুবক

0
43

খাস ডেস্ক: ঠিক যেন সিনেমার মত। ছদ্মবেশে এসে নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করেই ব্যাঙ্ক লুট করে পালাল যুবক। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, একুশের মঞ্চে দেবকে পাশে নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

জানা গিয়েছে, জর্জিয়ার একটি ব্যাঙ্কে বৃদ্ধার ছদ্মবেশে ঢুকে ব্যাঙ্ক ডাকাতি করছেন এক যুবক। সেই সাজ এতটাই নিখুঁত ছিল যে তাকে দেখে চেনার কোনও উপায় নেই। তার পরনে ছিল গাউন, মাথায় পরচুলা, হাতে গ্লাভস এবং মুখে কালো মাস্ক। তার চুরির কায়দা দেখেও হতবাক পুলিশ। ভিডিওটি McDonough Police Department নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে।

আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তে পার্বতী হয়ে কি ফিরছেন দীপিকা, সত্যিটা জানালেন পরিচালক অয়ন

ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, ওই বৃদ্ধার ছদ্মবেশে থাকা যুবক ব্যাঙ্কে এসে সরাসরি কাউন্টারের সামনে দাঁড়ায়। ব্যাঙ্ককর্মীর দিকে একটি চিরকুট এগিয়ে দিয়ে মোটা টাকার দাবি জানায়। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র আছে বলে ভয় দেখায়। এরপর ঠাণ্ডা মাথায় টাকা লুট করে চলে যায়। সোজা বাইরে বেরিয়ে দাঁড় করানো গাড়িতে করে চলে যায়। পুলিশে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। কিন্তু ছদ্মবেশে থাকার কারণে যুবকের আসল পরিচয় জানতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের।