আসন্ন কমনওয়েলথ গেমসে কারা হতে পারেন ভারতের তুরুপের তাস

0
49

বিশ্বদীপ ব্যানার্জি: আর মাত্র কয়েকদিন। তারপরই ইংল্যান্ডের বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। আগামী ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট।

আরও পড়ুন: কমনওয়েলথের মাস্কট বানিয়ে তাক লাগিয়ে দিল ১০ বছরের এমা লো

- Advertisement -

ব্রিটিশ কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভারত ১৯৩৪ থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রেকর্ড বরাবরই ভাল। যেন অলিম্পিকের না পাওয়াগুলো এখান থেকেই উশুল করে নেয়। এবারের কমনওয়েলথ গেমসে মোট ২০০ রও বেশি অ্যাথলিট পাঠাচ্ছে ভারত। এঁরা অংশ নেবেন একাধিক ইভেন্ট। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এ বছর ভারতের তুরুপের তাস হতে পারেন, এমন তিনজনকে।

(১) পিভি সিন্ধু: ভারতীয় ব্যাডমিন্টনের মুখ এই মুহূর্তে পিভি সিন্ধু। ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ আর ২০১৮ তে রুপো জিতেছেন। প্রতিবার একধাপ করে এগিয়ে যাওয়ার এই অভ্যাস অনুযায়ী এবারে সিন্ধুর সোনা জেতার কথা। আর সত্যি বলতে, সেই ফর্মেও রয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু। অন্যদিকে পুরুষ ব্যাডমিন্টন দল সম্প্রতি থমাস কাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আর ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলস সোনা জিতেছিলেন সিন্ধু। ফলে সেই পদকটিও রক্ষা করতে চাইবেন।

(২) নীরজ চোপড়া: টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন জ্যাভলিন থ্রো-তে। ২০১৮ কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি। যদিও এবারে কাজটা মোটেই সোজা হবে। নীরজের লড়াই কার্যত বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সের বিরুদ্ধে। চলতি মরশুমে যাঁর সেরা থ্রো ৯৩.০৭ মিটার।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

(৩) মীরাবাঈ চানু: কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারোত্তোলনে সবথেকে বেশি পদক পাওয়া দেশগুলির মধ্যে ভারত অন্যতম। মোট ১২৫টি পদক। এবারের কমনওয়েলথ গেমসেও এর অন্যথা দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। বিশেষ করে, মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু সোনা জয়ের সবথেকে বড় দাবিদার।