রাত বাড়লেই পাহাড়ে নামছে অপরাধের ছায়া, প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা

0
86

খাস ডেস্ক: গরম পড়তেই ভিড় জমছে পাহাড়ে। গত দু বছরে করোনার জেরে পর্যটন ব্যবসা যে ক্ষতির মুখ দেখেছে তার থেকে এই বছরের পরিস্থিতি অনেকটাই স্বস্তিজনক। লকডাউনের কারণে উপার্জন নেই। যার ফলে অপরাধের মাত্রা বেড়েছে পাহাড়ে। গত কয়েকদিনেই একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে গিয়েছে।

আরও পড়ুন: কচ্ছপ-খরগোশের গল্প মনে করিয়ে ট্রোলের জবাব দিলেন Shubman Gill

- Advertisement -

জানা গিয়েছে, পাহাড়ের মানুষের উপার্জন নেই। অর্থনৈতিক অবস্থা খারাপ। রোজগারের মাধ্যমে হিসেবে অল্পবয়সী ছেলে মেয়েরা চুরি-ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় ছেলে মেয়েরা পর্যটকরা আসলে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করত। কিন্তু সেই রাস্তা এখন পুরোপুরি বন্ধ। তাই একপ্রকার বাধ্য হয়েই এই কাজে নেমেছে তারা। এদিকে, অপরাধমূলক কাজ কর্ম বেড়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের স্পষ্ট জানিয়ে দিচ্ছে, কোনওরকম দুর্ঘটনা ঘটলে হোটেল দায়ী থাকবে না। যার ফলে রাতের অন্ধকার নামলেই রুম থেকে বেরনোর সাহস পাচ্ছে না পর্যটকরা। বেড়াতে এসে নতুন ঝঞ্ঝাট পর্যটকদের ঘাড়ে চেপেছে।

আরও পড়ুন: তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দেওয়ার পরামর্শ দিলীপের

স্থানীয় বিধায়ক তৃণমূল শান্তা ছেত্রী জানান, রাত্রে পর্যটকদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের নিজেদেরই দায়িত্বে সতর্ক থাকতে হবে।