কচ্ছপ-খরগোশের গল্প মনে করিয়ে ট্রোলের জবাব দিলেন Shubman Gill

0
70
Man of the match Shubman Gill trolled for his slow innings his reply won everyone's heart by tweet

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলায় গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিল (Shubman Gill) ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করেন। নিজের ইনিংসে তিনি সাতটি চার মেরেছেন। গিল ১২৮.২৭ স্ট্রাইক রেটে রান করেছিলেন। যার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলের শিকার হয়েছেন তিনি। ধীরগতির ব্যাটিংয়ের জন্য ট্রোলড হওয়ার পর যোগ্য জবাবও দিলেন গিল। এদিন শুভমন গিল শুধুমাত্র ম্যাচের সেরা স্কোরারই নয়, ম্যাচের সেরাও হন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রান করাটা সব ব্যাটসম্যানদের পক্ষেই কিছুটা কঠিন হয়। ম্যাচের পর গিল (Shubman Gill) তার একটি টুইটের মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিলেন। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৪ রান করে। ১৬ বলে ২২ রান করেন রাহুল তেওয়াটিয়া। গিলের ধীরগতির ব্যাটিং নিয়ে একটি নিউজ ওয়েবসাইট টুইটারে একটি ট্রোলের প্রতিবেদন শেয়ার করে।

- Advertisement -

আরও পড়ুন: নয়া সভাপতি নয়, টুটু বসুর উপর আস্থা রাখছে মোহনবাগান

এই প্রতিবেদন শেয়ার করে শুভমান একটি কচ্ছপ ও একটি খরগোশের একটি ইমোজি দিয়েছেন। শৈশবের কচ্ছপ-খরগোশের গল্পটি সবাইকে মনে করিয়ে দিয়েছেন তিনি। যেখানে ধীর গতির কচ্ছপ শেষ পর্যন্ত খরগোশের সঙ্গে রেসে জয়ী হয়। গুজরাট টাইটান্স লখনউ সুপার জায়ান্টসকে ৬২ রানে হারিয়ে প্লে অফে তাদের জায়গা করে নিয়েছে। শুভমান গিল শুরুর দিকের ম্যাচগুলিতে ফর্মে না থাকলেও গত কয়েক ইনিংসে ভালো খেলছেন। এখন পর্যন্ত ১২ টি ম্যাচে তিনি ৩৮৪ রান করেছেন গিল। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষ চার ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন।