তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দেওয়ার পরামর্শ দিলীপের

0
50

খাস ডেস্ক: একবার ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। কথা বললেন, নিত্যদিনের হেঁশেলে প্রয়োজনীয় আলুর দাম বেড়ে যাওয়া নিয়ে।

আরও পড়ুন: শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে বাড়িতে ঢুকে মারধর, অপমানে আত্মহত্যার চেষ্টা যুবকের

- Advertisement -

এদিন বাঁকুড়ায় হিন্দু হাইস্কুল ময়দান থেকে পদযাত্রা করে মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে সভায় বক্তৃতা রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আলুর দাম ২০ টাকা থেকে ৩৫ টাকায় পৌঁছেছে। আলু কি ইউক্রেন-রাশিয়া থেকে আসে। পেট্রলের দাম ৯০ থেকে ১১৫ টাকা হয়েছে, দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। আলুর দাম ১৮ টাকা থেকে ৩৬ টাকা হয়েছে অর্থাৎ ১০০ শতাংশ দাম বেড়েছে। পেট্রল কেউ খায় না কিন্তু আলু সবাই খায়। এরপরই দিলীপ ঘোষ বলেন, ‘আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। আপনারাও তৃণমূল নেতাদের পিছনে একটু পেট্রল দিয়ে দেবেন দেখবেন কেমন দৌড় মারবে।’

আরও পড়ুন: “দিদির কাব্যের প্রতি ভালবাসা সম্মানিত হল”, বাংলা একাডেমি পুরস্কার নিয়ে মন্তব্য শ্রাবন্তীর

প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকায় রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রকে আক্রমণ করেছে। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম ১০০-র গণ্ডি পার করেছে। অন্যদিকে, রান্নার গ্যাসের দাম পেরিয়েছে এক হাজারের গণ্ডি।