মহিলা প্রিন্সিপালকে হেনস্থার অভিযোগ, প্রাক্তন ছাত্রের হাতে মর্মান্তিক পরিণতি

0
124
minor murder

খাস ডেস্ক: প্রাক্তন ছাত্রের রাগের বশে মর্মান্তিক পরিণতি কলেজের মহিলা প্রিন্সিপালের। সামান্য কারণে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোরে।

জানা গিয়েছে, অভিযুক্ত আশুতোষ শ্রীবাস্তব ইন্দোরের বিএম কলেজের প্রাক্তন পড়ুয়া। মার্কশিট দিতে দেরি হওয়ায় প্রিন্সিপাল বিমুক্তা শর্মাকেই দায়ী করেন তিনি। অবশেষে রাগের বশে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে খবর, মহিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা অতি সংকটজনক।

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

আরও পড়ুন: ক্যম্পাসে গরহাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ উপাচার্য, ২৪ ঘন্টা অতিক্রম আন্দোলনের

নির্যাতিতার পরিবারের অভিযোগ, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হলে অবস্থার এত অবনতি হত না। আরও অভিযোগ, অভিযুক্ত ছাত্র কয়েক মাস ধরেই প্রিন্সিপালকে হেনস্থা করছিলেন। পুলিশে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিমুক্তা শর্মা নিজেই দুটি অভিযোগ দায়ের করেছিলেন এবং আরও দুটি অভিযোগ দায়ের করেছিল তাঁর পরিবার।

আরও পড়ুন: ওয়ার্কিং কমিটি সদস্য নির্বাচনে খার্গেতেই আস্থা গান্ধীদের, আরও এক বিশ্বাসঘাতকতা, বললেন কংগ্রেসের এক প্রবীণ নেতা