ক্যম্পাসে গরহাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ উপাচার্য, ২৪ ঘন্টা অতিক্রম আন্দোলনের

0
32
Jadavpur University

কলকাতা: সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্য ছাত্র ভোট করাতে চায়। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জারি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University)। বৃহস্পতিবার থেকে টানা SFI সহ কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলন-অবস্থান চালিয়ে যাচ্ছেন। পড়ুয়াদের দাবি ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। তবে সেই দাবির সঙ্গে এখনও পর্যন্ত একমত নয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

আরও পড়ুন মদমত্ত অবস্থায় মহিলাকে এলোপাথাড়ি কোপ, শেষমেশ পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের

- Advertisement -

জানা যাচ্ছে, ছাত্রদের এই অবস্থান আন্দোলনের জেরে ক্যাম্পাসেই আটকে রয়েছেন যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) উপাচার্য অমিতাভ দত্ত। আপাতত ক্যাম্পাসমুখো হচ্ছেন না সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তবে জানা গিয়েছে, ক্যাম্পাসে না গিয়েও বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি জায়গা থেকে তাঁরা প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। শুধু তাই নয় ঘনিষ্ঠ মহলে উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, আপাতত এই আন্দোলন চললে তিনি ক্যাম্পাসে যাবেন না।

আরও পড়ুন ৪ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ হোস্টেলের সুপারের বিরুদ্ধে

এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে সুরঞ্জন দাস কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়(Jadavpur University) কর্তৃপক্ষের একাংশের আশঙ্কা এই পরিস্থিতিতে উপাচার্য সুরঞ্জন দাস বা সহ উপাচার্য ক্যাম্পাসে গেলে তাঁরাও ঘেরাওয়ের সম্মুখীন হতে পারেন।