কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার উত্তপ্ত Mexico, ফের বন্দুকবাজের হামলায় নিহত ১২

0
21

খাস ডেস্ক: ফের উত্তপ্ত মেক্সিকো। বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ১২ জন। মাত্র ৩০ দিনে দ্বিতীয়বার বন্দুকবাজের হামলায় বাড়ছে আতঙ্ক।

আরও পড়ুন: অতীতকে ভুলে গুরুত্ব দেব বর্তমানকেই – কেরালার বিরুদ্ধে নামার আগে ইতিবাচক জুয়ান ফেরান্ডো 

- Advertisement -

মেক্সিকোর একটি বারে আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায়। পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। দুর্ঘটনায় নিহত ১২ জন। মৃতদের মধ্যে ৬ জন মহিলা, ৬ জন পুরুষ বলে খবর। প্রশাসন সূত্রে খবর, শহরের নিরপত্তাবাহিনী হামলাকারীদের ধরার চেষ্টা করছে। কি কারণে হামলা হল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: আজ দেশের ৭৫ টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গত সেপ্টেম্বর মাসেই একটি বারে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরপর চলতি মাসেই ৬ তারিখে হামলায় একাধিক নিষ্পাপ প্রাণ বলি হয়েছে। মেক্সিকোয় হামলার ঘটনা এর আগেও বহুবার হয়েছে। গুয়ানাজুয়াতো বিশ্বের অনেক গাড়ি নির্মাতাদের জন্য একটি প্রধান উত্পাদন কেন্দ্র এবং উত্পাদন সাইট।

আরও পড়ুন: কলকাতা পুলিশের হাতে ‘যখের ধন’, ফের উদ্ধার কয়েক কোটি নগদ সহ সোনা-হীরের গয়না

উল্লেখ্য, ২০১৮ সালে রাষ্ট্রপতি ম্যানুয়েল লোপেজ অব্রাডর ক্ষমতায় আসার পর মেক্সিকোয় এই ধরনের হামলা কমানোর আশ্বাস দিয়েছিলেন। যদিও তারপর একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে।