নিজের প্রিয় বন্ধুর মনের কথা বিরাট না জানলেও জানতেন স্ত্রী অনুষ্কা

0
33

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) বিশ্ব ক্রিকেট তথা আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার। কিন্তু একটি ঘটনার স্মৃতি আজও স্তম্ভিত করে দেয় তাঁকে। বেদনাহত হয় তাঁর হৃদয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র অফিসিয়াল টুইটার হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিওতে সে ঘটনাই শেয়ার করলেন প্রাক্তন অধিনায়ক।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কী সেই ঘটনা? এবি ডেভিলিয়ার্সের অবসর ঘোষণা। ভিডিওটিতে বিরাট জানাচ্ছেন, যখন তিনি (Virat Kohli) প্রথম খবরটি জানতে পারেন, তাঁর পায়ের নিচ থেকে যেন মাটিই সরে গিয়েছিল। বলেন, “দিনটা আমার পরিষ্কার মনে আছে। আমি তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দুবাই থেকে সবে ফিরেছি।” প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “তখন বাড়ি ফিরছিলাম। এমন সময় এবি একটি ভয়েজ নোটে নিজের সিদ্ধান্তের কথা আমাকে জানান।”

Virat Kohli

আশ্চর্যের বিষয় হল, বিরাট কোহলি (Virat Kohli) এতে চূড়ান্ত হতবাক হলেও স্ত্রী অনুষ্কা এতটুকুও হননি। কারণ তিনি নাকি সবটাই জানতেন। ভিডিওতে সে অভিজ্ঞতাও তুলে ধরেছেন বিরাট। “অনুষ্কা আমার সঙ্গেই ছিল। খবরটা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আমি ওর দিকে তাকিয়েছিলাম। তখন ও জানায়, কিচ্ছু বলার দরকার নেই। কারণ ও নাকি সবটাই জানত।”

আরও পড়ুন: Virat Kohli -র মুকুটে আরও এক পালক, ছাপিয়ে গেলেন ধোনিদের

এবি-কে যে মিস করছেন, সে হতাশাই এরপর ফুটে ওঠে বিরাট কোহলির (Virat Kohli) কণ্ঠে। “আমার আর ওঁর (এবি ডেভিলিয়ার্স) ঘর পাশাপাশি ছিল। আমরা একইসঙ্গে হাঁটতাম। আর যখনই আমরা একসঙ্গে ঘরের দিকে যেতাম আর ও ঘরে ঢুকে যাওয়ার পরও বাইরে আমার দিকে তাকাত। যেন আমাকে কফির জন্য নিমন্ত্রণ করতে চায়।” জানান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক।