Virat Kohli -র মুকুটে আরও এক পালক, ছাপিয়ে গেলেন ধোনিদের

0
41

স্পোর্টস ডেস্ক: আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার তিনি। যদিও সময়টা এখন খুব একটা ভাল যাচ্ছে না। ২০১৯ -এর পর থেকে তিন অঙ্কের মুখ দেখেননি। অন্যদিকে একের পর এক ঝড়ের মুখোমুখি হতে হয়েছে গত কয়েক মাসে। কিন্তু এরই মধ্যে আরও এক কৃতিত্বের মালিকানা বিরাট কোহলির (Virat Kohli) নামে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বলি তারকা রণবীর সিংকে আরও একবার ছাপিয়ে গেলেন তিনি।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

বিজ্ঞাপনের জগতে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে ধোনি-রণবীরকে ছাপিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট (Virat Kohli)। Duff & Phelps’ Celebrity Brand Valuation Study 2021 অনুসারে কোহলির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ভারতীয় মুদ্রায় ১,৪০০ কোটিরও বেশি। তাঁর ব্র্যান্ড ভ্যালু ১,৪১২ কোটি টাকা। কোহলির (Virat Kohli) পর-ই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং। তাঁর ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে ১,২০২ কোটি।

অন্যদিকে ধোনি রয়েছেন তালিকার তিন নম্বরে। ৪০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও তাঁর ব্র্যান্ড ভ্যালু ৪৬৪ কোটি। এছাড়া ৩, ৪, ৬ এবং ৭ নম্বরে রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার (১,০৬০ কোটি), আলিয়া ভাট (৫১৭.৩ কোটি), অমিতাভ বচ্চন (৪১১ কোটি) এবং দীপিকা পাডুকোন (৩৯২ কোটি)।

আরও পড়ুন: IPL : গুজরাট ফিরতেই শূন্যে ফিরলেন কে এল রাহুল-ও, উঠে আসছে আজব তথ্য

কোহলি-ধোনি ছাড়া কোনও ক্রীড়াবিদ প্রথম ১০ -এ জায়গা পাননি। তবে ১১ এবং ১৩ নম্বরে রয়েছেন যথাক্রমে সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মা। এদিকে শীর্ষস্থানে থেকে গেলেও বিরাট কোহলির (Virat Kohli) ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমেছে। ২০২০ সালে তাঁর ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৮ মিলিয়ন ডলার। এ বছর সেটি ১৮৬ মিলিয়নে নেমে এসেছে।