পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সংশয়, সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার

0
48
To increase the number of spectators in the IND vs PAK T20 World Cup match ICC issued standing tickets

খাস খবর ডেস্ক: মঙ্গলবার আইসিসি আগামী আট বছরের (২০২৪-২০৩১) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করবে পাকিস্তান। এতদিন পর পাকিস্তানে ক্রিকেট ফিরছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকিস্তানে খেলা হলে ভারত কি যাবে সে দেশে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানাচ্ছেন, ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক একসঙ্গে সিদ্ধান্ত নেবে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না। সময় হলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মিডিয়ার সঙ্গে আলাপকালে অনুরাগ ঠাকুর বলেছেন, “সময় হলে ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের সময় সমস্ত দিক বিবেচনা করা হয়। নিরাপত্তার কারণে পাকিস্তানে এখন পর্যন্ত অনেক দেশ খেলতে অস্বীকার করেছে। আপনারা জানেন যে সেখানে খেলার সময় অনেক খেলোয়াড় আক্রমণের শিকার হয়েছে। এটি একটি বড় সমস্যা যা আমাদের মোকাবিলা করতে হবে।” উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

- Advertisement -

আরও পড়ুন: ISL শুরুর আগে ধাক্কা সবুজ-মেরুণ শিবিরে, অনিশ্চিত তারকা ডিফেন্ডার

সেক্ষেত্রে পাকিস্তান চাইবে পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ঘরের মাঠে হোক। তারা ট্রফি ধরে রাখতে চাইবে। তবে পাকিস্তানে কোনও দল না খেললে সম্ভাবনা রয়েছে যে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে। যেমন ভারত টি -২০ বিশ্বকাপ ২০২১ সালে করল। করোনা মহামারীর কারণে বিসিসিআই ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ আয়োজন করেছে। সেক্ষেত্রে নিরাপত্তার কারণে অনেক দল পাকিস্তানে খেলতে অস্বীকার করতে পারে।

আরও পড়ুন: ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়দের টিম হোটেলের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত তিন

সম্প্রতি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে সিরিজ খেলতে অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হতে পারে পাকিস্তানকে। উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অনেকে এখনও আতঙ্কিত। এরপর ২০১৫ সালে জিম্বাবোয়ে প্রথমবারের মতো এখানে চারটি টি -২০ ম্যাচ খেলেছিল। এরপর এখানে তিনটি ম্যাচ খেলেছে বিশ্ব একাদশ। ২০১৭ সালে শ্রীলঙ্কা, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০২০ সালে বাংলাদেশ এবং ২০২১ সালে দক্ষিণ আফ্রিকাও পাকিস্তানে ম্যাচ খেলেছিল।