জীবনের থেকে উৎসব বাতিল হওয়া ঢের ভাল, বড়দিন উদযাপনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মত WHO র

0
29

খাস খবর ডেস্ক: নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। বর্তমানে ৯০টি দেশে পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্ট। কিন্তু WHO র মহাপরিচালক মনে করেন, আগামী বছরের মাঝামাঝির মধ্যে প্রত্যেক দেশের অন্ততঃ ৭০ শতাংশ মানুষ টিকা নিলে অবসান হতে পারে অতিমারীর।

আরও পড়ুন: বড়দিনে বড় আকার ধারণ করতে চলেছে ওমিক্রন

- Advertisement -

যদিও এটিই একমাত্র নিদান নয়। ফ্রান্স, জার্মানি ইত্যাদি একাধিক দেশে কোভিড নিষেধাজ্ঞা জোরালো এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র বড়দিনের সময় লকডাউন ঘোষিত হয়েছে নেদারল্যান্ডসে। বড়দিনের উৎসব বাতিলের চিন্তাভাবনা চলছে স্কটল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেয়েসুসের মতে, এ-ই শ্রেষ্ঠ পন্থা।

ঘেব্রেয়েসুস একটি সংবাদ সম্মেলনে সম্প্রতি বলেন, “আমরা সকলেই অতিমারী অতিক্রম করতে চাই। পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটাতে চাই। এসব করার দ্রুততম উপায় হল কিছুদিনের জন্য এসব বাদ দেওয়া। প্রতিটি মানুষকেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।” WHO র মহাপরিচালক ব্যখ্যা দেন, “জীবন বাতিল হয়ে যাওয়ার থেকে একটি উৎসব বাতিল করাই ভাল নয়কি? ওমিক্রন কিন্তু ডেল্টার থেকে অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।”

আরও পড়ুন: Omicron: খুব সাবধান, এসে পড়েছে পঞ্চম ঢেউ, বিদেশি প্রবেশ নিষিদ্ধ করেও গেল না ঠেকানো

ওমিক্রনে এখনও পর্যন্ত খুব কম মৃত্যুর খবরই পাওয়া গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন পঞ্চাশোর্ধ ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসছে। যদিও জনৈক স্বাস্থ্য কর্মকর্তার কথা অনুযায়ী, ওই ব্যক্তি টিকা নেননি।