সাবধান, অনুপ্রবেশ রুখতে Pak-China সীমান্তে ভারতীয় সেনা স্থাপন করেছে ‘মেড ইন ইন্ডিয়া’র নতুন ল্যান্ডমাইন

একজন সেনা কর্মকর্তা বলেছেন, "ভারতীয় সেনাবাহিনী ৭ লক্ষ দেশীয়ভাবে তৈরি 'নিপুন' অ্যান্টি-পার্সোনাল মাইন অন্তর্ভুক্ত করতে চলেছে যা RDX এর একটি শক্তিশালী মিশ্রণ বহন করে।"

0
46

নয়াদিল্লি: ভারতকে অশান্ত করার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছে চিন ও পাকিস্তান। বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে পাক জঙ্গি সংগঠনগুলি। সীমান্ত দিয়ে করাতে চায় অনুপ্রবেশ। তবে অনুপ্রবেশ রুখতে এবার আরও কড়া ভারতত্য সেনা। ভিনটেজ ওজন কমিয়ে, ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই ল্যান্ডমাইনগুলির একটি নতুন পরিসরে স্থাপন করতে চলছে। যেখানে অনুপ্রবেশের সময়ে শত্রুরা পা রাখলেই বিস্ফোরণ ঘটে।

সোমবার পুনেতে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, “অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-পারসনেল মাইন থেকে একটি নতুন পরিসরের মাইন তৈরি করা হচ্ছে। আমাদের সমস্ত মাইন ভিনটেজ ছিল বলে এটি প্রয়োজনীয় ছিল।” তিনি বলেছেন, “প্রত্যেক ধরনের মাইন যখন ব্যবহারকারীর প্রয়োজনীয়তা পূরণ করবে তখনই অন্তর্ভুক্ত করা হবে সেটা খুব শীঘ্রই হবে।” জানা গিয়েছে শত্রু দমনে ‘মেড ইন ইন্ডিয়া’র নতুন ল্যান্ডমাইন মধ্যে রয়েছে উলুক সীমান্তে ভারতীয় মাটিতে পা রাখার চেষ্টাকারী শত্রু সেনা এবং সন্ত্রাসীদের বিস্ফোরণ ঘটাতে সক্ষম সব বস্তু।

- Advertisement -

আরও পড়ুন- জীবনের থেকে উৎসব বাতিল হওয়া ঢের ভাল, বড়দিন উদযাপনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মত WHO র 

ইঞ্জিনিয়ার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিংয়ের অধীনে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স একটি নতুন সেট অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-ট্যাঙ্ক মাইন পাচ্ছে যা শত্রু পদাতিক এবং সাঁজোয়া কলাম বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম সারি হিসাবে কাজ করবে। অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-পারসনেল মাইনগুলি একটি প্রদর্শনের অংশ যেখানে কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দেশীয় সরঞ্জামগুলি প্রদর্শন করছে। যেটা শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং নিজস্ব এলাকা রক্ষার জন্য সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- Haldia IOC -তে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখমদের চিকিৎসায় এগিয়ে এল Desun Hospital

একজন সেনা কর্মকর্তা বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী ৭ লক্ষ দেশীয়ভাবে তৈরি ‘নিপুন’ অ্যান্টি-পার্সোনাল মাইন অন্তর্ভুক্ত করতে চলেছে যা RDX এর একটি শক্তিশালী মিশ্রণ বহন করে।” তিনি জানিয়েছেন মাইনটি ডিআরডিও-র সঙ্গে অংশীদারিত্বে একটি ভারতীয় সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না এই খবর শত্রুদের মনে বিশাল ভয় তৈরি করবে। ভারতে অনুপ্রবেশ করতে গেলে যে প্রাণহানি অবশ্যম্ভাবী সেটাই সতর্ক করে দিয়েছে ভারতীয় সেনা।