করোনার জীবনদায়ী ওষুধ নিয়ে ভেঙ্গে পড়ল বিমান

0
155

ভূপাল:দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সংকট দেখা দিয়েছে অক্সিজেন,ভ্যাকসিন ও করোনার জীবনদায়ী ওষুধের৷ এরই মধ্যে করোনার জীবনদায়ী ওষুধ নিয়ে ভেঙ্গে পড়ল একটি বিমান৷

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি টার্বোপ্রপ বিমান করোনা জীবনদায়ী ওষুধ রেমডেসিভির (Remdesivir)নিয়ে রওনা হয়েছিল গোয়ালিয়রের উদ্দেশে। রানওয়েতে নামতেই ঘটে দুর্ঘটনা। তবে পাইলটদের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। সুরক্ষিত রয়েছে ওষুধ৷

- Advertisement -

গোয়ালিয়র পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে , বিমান দুর্ঘটনার ফলে করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের কোনও ক্ষতি হয়নি। প্রতিটি ভায়াল অক্ষত রয়েছে।তবে পাইল ও ক্যাপ্টেন সামান্য আহত হয়েছেন৷ তাদের চিকিৎসা চলছে৷

স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪,১৪,১৮৮ জন৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৯১৫ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩৬,৪৫,১৬৪টি৷

দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩,৩১,৫০৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম৷ দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জনের টিকাকরণ হয়েছে।

লাফিয়ে সংক্রমণ বাড়ছে সদ্য বিধানসভা নির্বাচন সমাপ্ত হওয়া পশ্চিমবঙ্গে৷ রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১ জন৷ শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৭ জনের৷ পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯৬৪ জন৷ মোট আক্রান্ত ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬ জন৷ এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৩২৮ জন৷ তার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭৭৪৷