বচসা থেকে হাতাহাতি, ফাটল নাক

0
65

রায়গঞ্জ: তিল থেকে তাল৷ বাজার করতে যাওয়ার পথে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ শহর৷ অভিযোগের তির রায়গঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে।

আরও পড়ুন: শুভেন্দুর খাসতালুকে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

- Advertisement -

তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সদস্য বিকাশ মল্লিক অভিযোগ করে বলেন, ‘ওই কাউন্সিলর প্রথমে মারধর করে স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকারকে। তার পরিপ্রেক্ষিতে বচসা লাগে। অভিজিৎ প্রতিবাদ জানালে বন্দুকের বাঁট দিয়ে মেরে তাঁর ঠোঁট ফাটিয়ে দেন ওই কাউন্সিলর।’ স্থানীয়রাই আহত অভিজিৎকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় এফআইআরও দায়ের করেছেন প্রহৃত ব্যক্তি৷

হাতাহাতির ঘটনা স্বীকার করে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারী বলেন, ‘‘এলাকার বাসিন্দা হয়েও অভিজিৎ সরকার সবসময়ই আমার কাজের বিরোধিতা করে। ওর জন্যই অতীতে আমাকে তৃণমূল থেকে বহিষ্কৃত হতে হয়েছিল৷ তারপরও এলাকার মানুষের আর্শীবাদে আমি ফের বিজেপির থেকে কাউন্সিলার পদে জিতি৷ গতকালই ওর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় জেলা বিজেপির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার বাড়ি থেকে খানিকটা দূরে আমার ওয়ার্ডের মধ্যেই এই ঘটনায় খুব খারাপ লাগছে। আশা করি ওদের সুবুদ্ধির উদয় হবে এবং মানুষের পাশে দাঁড়াবে।’ যদিও অভিযুক্ত কাউন্সিলেরর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা৷