হিংসা বন্ধে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হল রুটমার্চ

0
108

রায়গঞ্জ: রাজ্য সরকারের ঘোষণা করা আংশিক লকডাউন সফল করতে ও ভোট পরবর্তী হিংসার ঘটনা বন্ধ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করল রায়গঞ্জ জেলার পুলিশ। এদিন উত্তর দিনাজপুর জেলা সদর শহর রায়গঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিংয়ের নেতৃত্বে রুটমার্চ করা হয়৷

আরও পড়ুন: করোনায় মৃতদের দাহ হবে শ্মশানেই

- Advertisement -

করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং লকডাউন পিরিয়ডে দোকান বাজার যাতে নির্দিষ্ট সময়ে বন্ধ করা হয় সেই দিকে নজরদারি চালাল পুলিশ। একই সঙ্গে রাজনৈতিক হিংসা বন্ধ করার আর্জিও জানানো হয় পুলিশের তরফে৷ জানানো হয়, কেউ ইচ্ছে করে কোনও অশান্তি পাকানোর চেষ্টা করলে কড়া হাতে তা দমন করা হবে৷ বাসিন্দাদেরও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন পুলিশ কর্তারা৷

সারা দেশ তথা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন মারন ভাইরাস করোনায়। মৃত্যুর মিছিল চলছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। ভোটের পর করোনার এই দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আংশিক লকডাউন সহ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘‘শুধু আইন করে সচেতনতা ফেরানো সম্ভব নয়৷ মানুষকে ব্যক্তিগত উদ্যোগেও সচেতন হতে হবে৷ না হলে করোনা কিংবা হিংসা রোধ করা য
যাবে না৷’’