কোভিড হটস্পট দিল্লির সরোজ হাসপাতাল, আক্রান্ত ৮০ জন চিকিৎসক

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকরাই প্রথম সারির যোদ্ধা৷ সেই যোদ্ধারাই এবার আক্রান্ত হলেন করোনায়৷

0
68

নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকরাই প্রথম সারির যোদ্ধা৷ সেই যোদ্ধারাই এবার আক্রান্ত হলেন করোনায়৷ এক বা দু’জন নন, ৮০ জন চিকিৎসকের শরীরে ধরা পড়েছে মারণ ভাইরাসের জীবাণু৷ মৃত্যু হয়েছে এক সার্জেনের৷ একসঙ্গে এত চিকিৎসকের আক্রান্তের খবরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্বাস্থ্যমহলে৷ আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের রোগীরাও৷ এমন পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো বজায় রাখাই কঠিন হয়ে পড়েছে৷ পর্যাপ্ত চিকিৎসকের অভাবে তাই ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে৷

দিল্লির সরোজ হাসপাতাল (Saroj Hospital) এখন করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে৷ এই হাসপাতালের ৮০ জন চিকিৎসক এখন করোনা পজিটিভ৷ আক্রান্তদের মধ্যে ১২ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে৷ বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে৷ অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে প্রবীণ চিকিৎসক এ কে রাওয়াতের৷ এই হাসপাতালে তিনি তিন দশক ধরে কাজ করেছেন৷

- Advertisement -

রিপোর্ট বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে গিয়ে দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৩০০ জনের বেশি চিকিৎসক৷ গত রবিবার গুরু তেগ বাহাদুর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়৷ জানা গিয়েছে, ওই দিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরই দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে৷ রিপোর্ট পজিটিভ আসার কয়েকঘণ্টা পরই মারা যান ওই তরুণ চিকিৎসক৷ উল্লেখ্য, গত রবিবার দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩৬ জন৷ গত ১২ এপ্রিলের পর এটাই এখনও অবধি সর্বনিম্ন সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৩ জনের৷