মনের জোরে কোভিডকে হারিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী জয়া ভট্টাচার্যর বাবা

0
374

অর্পিতা দাস: কোভিড শুধুই সকলকে ছিনিয়ে নিচ্ছে এমনটা নয়। মনের জোরে কোভিডকে হারিয়ে হাসপাতাল থেকে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরলেন অভিনেত্রী জয়া ভট্টাচার্য্যর ৯২ বছরের বাবা সুকুমার ভট্টাচার্য। এই কঠিন পরিস্থিতিতে মনের জোর বাড়াতে বলেছেন প্রত্যেক চিকিৎসকেরা।

কারণ শরীরের সঙ্গে মনের যোগ সব সময়। তাই কেউ করোনা আক্রান্ত হলেও যেভাবেই হোক তাঁকে পজিটিভ থাকতে হবে। তাতে করোনাকে হারানো অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক যেমনভাবে হাসপাতালে আট দিন লড়াই চালিয়ে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন বলিউডের অভিনেত্রী জয়া ভট্টাচার্যর ৯২ বছরের বাবা সুকুমার ভট্টাচার্য।

- Advertisement -

চারিদিকে মৃত্যু-মিছিলের মধ্যে এই খবরগুলি যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। জয়া সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর অসুস্থ বাবা ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আট দিনের লম্বা লড়াইয়ের পর অবশেষে কোভিডকে হারিয়ে বাড়ি ফিরছেন বাবা। শুধু তাই নয় ১৯৮৯ সাল থেকে তিনি বহুবার হাসপাতালে ভরতি হয়েছেন নানা কারণে। কিন্তু তাঁর মনের জোরের জন্য তিনি ঠিক ১০০ অতিক্রম করবেন’।

পাশাপাশি সেই হাসপাতাল, চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে যুক্ত সকল কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন জয়া ভট্টাচার্য। এই পোস্টের মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছেন এই কঠিন সময়ে মন থেকে হার মেনে নেওয়া মানেই কোভিডকে জিতিয়ে দেওয়া।

তবে সতর্ক থাকতে হবে, তবে মনের মধ্যে পজিটিভিটি বাড়াতে হবে। পজিটিভ থাকার জন্য নিজের পছন্দমত নানান কাজ করতে হবে। আর তাহলেই হয়তো সুকুমার ভট্টাচার্যের মতো কঠিন যুদ্ধেও জয়ী হয়ে নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন বহু মানুষ।