রুপোলী পর্দার পর এবার ওটিটিতেও ম্যাজিক সৌমিত্র চট্টোপাধ্যায়ের

0
69

কলকাতা: তিনি চলে গিয়েছেন সকলকে ফেলে রেখে। কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছেন। আর থাকবেনও আজীবন। তাই তিনি আবারও ফিরে আসছেন। তবে সেটি একেবারেই অন্যরকম ভাবে। তিনি হলেন দর্শকের অত্যন্ত প্রাণের, ‘মনের মানুষ’ সৌমিত্র চট্টোপাধ্যায়।

রুপোলী পর্দার এই প্রবাদপ্রতীম শিল্পী এবার নয়া অবতারে ধরা দেবেন মানুষের কাছে। হ্যাঁ, এবার টিভির পর্দায় নয় বরং মোবাইল-কম্পিউটারের স্ক্রিনে আসছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবার ওয়েব দুনিয়ায়।

- Advertisement -

এটাই ছিল তাঁর প্রথম এবং শেষ ওয়েব সিরিজ। নাম ‘নেক্সট’। রহস্যমূলক গল্প নিয়ে তৈরি এই সিরিজ। এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার। পরিচালকের এই নতুন উদ্যোগে দারুণ খুশি তাঁর অনুরাগীরা। অধীর আগ্রহে দর্শক অপেক্ষার দিন গুনছে।

রহস্যে ভরা এই সিরিজে দেখা যাবে চলচ্চিত্র জগতের তাবড় তাবড় তারকাদের। কিন্তু হটাৎ করেই একের পর এক এই সফল শিল্পীরা খুন হয়ে যাচ্ছে। এই ঘটনার পর সিনেজগত, শিল্পী মহল এবং রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ প্রশাসন এই খুনের ঘটনার কোনও কিনারা করতে পারছে না। একেবারে চিরুনি তল্লাশি করেও মিলছে না কিছু। পাওয়া যাচ্ছে না কোনও সূত্র। সকলেই হতবাক এটা ভেবে যে কে করছে এই খুন? নেই উত্তর কারোর কাছেই।

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ দেখা যাবে এমনই এক রহস্যের গল্প। এই ওয়েব সিরিজের পরিচালকই আবার একাধারে মিউজিক পরিচালনার দায়িত্বও সামলেছেন। সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজে রয়েছেন বিখ্যাত তারকারা।

দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, মধুমিতা সরকার, সমদর্শী দত্ত, বাদশা মৈত্র প্রমুখকে। এই সিরিজের গল্প লিখেছেন মধুমিতা সরকার। প্লেব্যাক সিঙ্গার হিসেবে রয়েছেন উষা উত্থুপ। ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।