রাজ্যে সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন আবেদন প্রক্রিয়া 

0
93

খাসখবর ডেস্ক: মহামারী কাটিয়ে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগাচ্চে রাজ্যও। মহামারীতে অনেকেই নিজের কাজ হারিয়ে এখন বাড়িতে বসে। এবার তাদের জন্য রয়েছে একাধিক চাকরির খবর। ইতিমধ্যেই রাজ্যে সরকারের গ্রুপ সি কর্মীতে চলছে নিয়োগ। জানুন কিভাবে করবেন আবেদন?

জানা গিয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে, তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবে। সরকারের সাব ডিভিশন অফিসে কর্মী নিয়োগ করা হবে। যার জেরেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এছাড়াও ডেটা এন্ট্রি পদে নিয়োগ হবে।

- Advertisement -

আরও পড়ুন-KK Death: ছোটবেলার বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন কেকে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে, তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবে। স্নাতক পাস করলেই করা যাবে আবেদন। এছাড়াও স্নাতকের পাশপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক সার্টিফিকেট থাকার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, স্নাতক পাশের সার্টিফিকেট অথবা মার্কশিট, কম্পিউটার অ্যাপ্লিকেশন পাশের সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র। আজই করুন আবেদন।