শোকস্তব্ধ মমতা, KK-র মৃত্যুতে সংক্ষেপে ইতি টানলেন সভা

0
61

বাঁকুড়া: দুদিনের জেলা সফরে বাঁকুড়া গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ অর্থাৎ বুধবার সভার দ্বিতীয় দিন৷ সঠিক সময়ে সভায় বক্তৃতা শুরু করলেও তা সম্পূর্ণ করতে পারেননি তিনি৷ কারণ মঙ্গলবার kk-র মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন তিনি৷

এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সভার শুরুতেই জানিয়ে দেন, অকালপ্রয়াত সঙ্গীত শিল্পি KK-কে শেষ শ্রদ্ধা জানাতে তিনি অণ্ডাল হয়ে আকাশপথে সোজা দমদম বিমান বন্দরে যাবেন। এদিন সভামঞ্চে মাত্র ২৫ মিনিট ছিলেন তিনি৷ তারপরেই সভামঞ্চ ছাড়েন তিনি৷

- Advertisement -

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে বিকেল সাড়ে ৬ টা নাগাদ ব্যাপক ভিড়ের কারণে গায়কের মুখের সামনেই হঠাৎ অগ্নি নির্বাপক যন্ত্র ফেটে যায়৷ তারপর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন৷ অনুষ্ঠান চলাকালীনও বেশ অস্বস্তিতে ছিলেন তিনি৷

জানা গিয়েছে, বারবার স্পট লাইট বন্ধ করার জন্য বলছিলেন কে কে৷ বিরতির সময়ে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি৷ এরপর হোটেলে ফিরলে আরও অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর সঙ্গীত শিল্পিকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

মঙ্গলবার রাতে কে কে-র মৃত্যুর পর বুধবার এসএসকেএমে তাঁর দেহ ময়নাতদন্ত হবে৷ কলকাতায় এসে পৌঁছেছে প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী ও পুত্র সহ পরিবারের বাকি সদস্যরা৷ ঠিক কী কারণে কে কে-র মৃত্যু হয়েছে সেই প্রশ্নের উত্তরে আগ্রহী তাঁর ভক্তরা৷

সেই সঙ্গে কলকাতার যে হোটেলে এসে তিনি ছিলেন অর্থাৎ অনুষ্ঠান শেষে তিনি যেখানে গিয়েছিলেন সেখানের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ খতিয়ে দেখছে হোটেলের সিসিটিভি ফুটেজ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজ৷