BJP: দিলুদা, আপনিও… জল্পনা উস্কে ফিরহাদের ঘরে Dilip Ghosh

0
514

কলকাতা: বুধের বিকেল৷ তৃণমূলের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে দিলীপ ঘোষ৷ লেখার ভুল নয়, বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায় বলা হচ্ছে৷

যার জেরে সুনামী সমান জল্পনার পারদে ফুটতে শুরু করল কলকাতার রাজনৈতিক উঠোন৷ জল্পনার ঢেউ ইতিমধ্যে পৌঁছেছে দিল্লিতে গেরুয়া পার্টির সদর দফতরেও৷ যদিও বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ৷

- Advertisement -

ঘটনাচক্রে এদিনই বিভিন্ন ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা ওয়াকআউট করেছেন৷ ঠিক এই দিনেই বিধানসভায় শাসকদলের মন্ত্রীদের ঘরে দিলীপ ঘোষের পৌঁছে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷ যদিও দিলীপ ঘোষের দাবি, ‘‘পুরোটাই সৌজন্য সাক্ষাৎ৷ বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷’’

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতির মুখে শোনা গিয়েছে, ‘‘ আপনারা আশ্চর্য হতে পারেন৷ কিন্তু আমার এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ এ ঘরে আমার কাছে আসা নতুন কিছু নয়৷ আমি আগেও এসেছি৷ ববিদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক!’’

যা শুনে নিন্দুকেরা বলছেন, প্রশ্নের জবাব দিতে গিয়ে বোধহয় একটু বেশিই বলে ফেলেছেন দিলীপ ঘোষ৷ যার জেরে অনেকটা কৈফিয়তের মতোই শুনতে লাগছে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র মশলা মুড়ি খাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, সেদিন বাবুলও বলেছিল, সৌজন্যের কথা৷ দিলীপদার সৌজন্যটাও কি বাবুলের মতোই? আপাতত জল্পনার পারদে ফুটতে শুরু করেছে বঙ্গ রাজনীতি৷

সত্যি কি তাই? যা রটে তার কিছু কি সত্যি বটে! কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের৷

আরও পড়ুন: Mamata Banerjee: চিংড়িঘাটায় কেন বারবার ঘটছে দুর্ঘটনা, পুলিশ কি করছে…

আরও পড়ুন: Nandigram: তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার দাপুটে বিজেপি নেতা