Appointment: কথা রাখেনি সরকার, নিয়োগের দাবিতে ফের রাজপথে হবু শিক্ষকেরা

0
81

কলকাতা: নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরিপ্রার্থী শিক্ষক শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, কথা রাখেনি সরকার৷

তারই ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও আজও তাদের বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে৷ অবিলম্বে নিয়োগের দাবিতে ফের বুধবার সল্টলেকের এপিসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী হবু শিক্ষক শিক্ষিকারা।

- Advertisement -

তাঁদের অভিযোগ, ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনও নিয়োগ হয়নি। অবিলম্বে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দাবি জানান তাঁরা৷ চাকরি প্রার্থী মইনুল ইসলাম বলেন, ভোটের আগে ১৬ হাজার ৫০০ জনের নিয়োগের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন৷ সেই তালিকায় প্রথম প্যানেলে নথিভুক্ত ৩৪৩ জন। দ্বিতীয় থেকে ষষ্ঠ প্যানেলের নিয়োগ তিনমাস আগে কার্যকরী হলেও তাঁদের এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। বহুবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। সেই বিষয়ের দ্রুত সমাধান চান তারা।

আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের আধিকারিকের কাছেও ডেপুটেশন জমা দেন চাকরিপ্রার্থী হবু শিক্ষক শিক্ষিকারা। সেখানে চাকরি প্রার্থীরা সাফ জানান, এরপরই যদি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে এরপরে তাঁরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবেন৷ প্রসঙ্গত, ভোটের আগে এই সল্টলেকেই বদলির প্রতিবাদ জানাতে এসে গলায় বিষ ঢেলে নিয়েছিলেন পাঁচজন এমএসকে শিক্ষিকা৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন সল্টলেকের বিক্ষোভ সামলাতে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো৷

আরও পড়ুনEXCLUSIVE: নেতার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি…

আরও পড়ুন: Lakshi Bhandar: লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশনের ‘গোপন রহস্য’ ফাঁস করলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন: Transport Department: বড় ঘোষণা, ট্যাক্স মুকুবের সিদ্ধান্ত সরকারের