সংসদে ধর্ষণ মহিলাকে, ক্ষমা চেয়ে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
209

সিডনি: গণতন্ত্রের মন্দির বলা হয় সংসদকে৷ সেই মন্দিরে ধর্ষিতা হলেন এক মহিলা৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে৷ মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী৷ ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি৷ পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

নজিরবিহীন ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়৷ ওই মহিলার অভিযোগ, ২০১৯ সালের মার্চ মাসে প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের অফিসে তাঁকে ধর্ষণ করা হয়৷ অভিযুক্ত ব্যক্তি প্রধানমন্ত্রী স্কট মরিসনের দল লিবারেল পার্টির সদস্য৷ স্থানীয় সংবাদমাধ্যমে নির্যাতিতা জানিয়েছেন, গত বছর এপ্রিল মাসে তিনি পুলিশকে সবটা জানিয়েছিলেন৷ কিন্তু কেরিয়ারের কথা ভেবে সেই সময় অভিযোগ নথিভুক্ত করাননি৷ পুলিশও জানিয়েছে, ওই মহিলা তাদেরকে ধর্ষণের কথা জানিয়েছিল৷ কিন্তু অভিযোগ করেননি৷

- Advertisement -

ধর্ষণের কথা জানতেন প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস৷ তিনি জানিয়েছেন, গত বছর বিষয়টি সম্পর্কে অবগত হন৷ তবে নির্যাতিতাকে অভিযোগ না জানানোর জন্য কোনওরকম চাপ দেওয়া হয়নি বলে দাবি করেন৷ এদিকে মঙ্গলবার ঘটনাটি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ বলেন, ‘‘এমনটা হওয়া মোটেই উচিত ছিল না৷ আমি ক্ষমা চাইছি৷ অফিসে কাজ করা প্রত্যেক মহিলাকে আশ্বাস দিয়ে বলতে চাই, এটি উচ্চস্তরের সুরক্ষিত জায়গা।’’ তবে অফিসের কাজের পরিবেশ সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য তিনি ক্যাবিনেট অফিসার স্টিফেনি ফস্টারকে দায়িত্ব দিয়েছেন৷