বিক্ষোভরত শিক্ষকদের আটকাতে খালে নামল মমতার পুলিশ

0
353

খাস খবর ডেস্ক: আদি গঙ্গার নোংরা জলে নেমে পড়েছেন  শিক্ষামিত্র ও অনুমোদনহীন মাদ্রাসার কয়েকজন শিক্ষক। হাতে রয়েছে প্ল্যাকার্ড। ওই উপায়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে নিজেদের দাবি জানাতে চাইছেন তাঁরা। বিদ্যার দেবীর আরাধনার দিনেই এই বেনজির প্রতিবাদের সাক্ষী থাকল শহর কলকাতা।

আরও পড়ুন খালের জল পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের চেষ্টা শিক্ষক-শিক্ষিকাদের

- Advertisement -

যদিও খানিকক্ষণ পরেই তাদের জল থেকে উঠে আসার জন্য অনুরোধ জানাতে শুরু করে পুলিশকর্মীরা। নিজেদের অবস্থানে অনড় থাকায় বাধ্য হয়ে আদিগঙ্গায় নামেন কলকাতা পুলিশের কর্মীরাও। তাদের হস্তক্ষেপে উঠে আসেন প্রতিবাদী শিক্ষকরা।

সাম্প্রতিক সময় একাধিক দাবিতে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামিত্র এবং অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা। শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কখনও নবান্ন অভিযানে সামিল হয়েছেন তো কখনও আবার বিধানসভা অভিযান করেছেন।

একই সঙ্গে সল্ট লেক এলাকায় চলছে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাবন্ধুদের অবস্থান বিক্ষোভ। বেতনকাঠামোর পরিবর্তন চেয়েছেন তাঁরা। অভিযোগ, ২০০৭ সাল থেকে মাদ্রাসা শিক্ষকদের ভাতা বন্ধ হয়ে রয়েছে। দীর্ঘ আন্দোলনের পরেও সমস্যার সুরাহা হয়নি। সরকারের পক্ষ থেকেও কোনও আশার আলো দেখানো হয়নি।