শুভেন্দুর গড়ে আক্রান্ত বিজেপি, কাঠগড়ায় তৃণমূল

0
323

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বিজেপি পরিবর্তন যাত্রার মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। কনকপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: সংসদে ধর্ষণ মহিলাকে, ক্ষমা চেয়ে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

- Advertisement -

সোমবার কনকপুরে পরিবর্তন যাত্রায় অংশ নিতে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সভার শেষে রাত ৮টা নাগাদ শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। লোহার রড, কাঠের বাটাম নিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুন: বিক্ষোভরত শিক্ষকদের আটকাতে খালে নামল মমতার পুলিশ

বিজেপির দাবি, এই হামলায় তাঁদের দলের সাতজন কর্মী-সর্মথক আহত হয়েছেন। অন্যান্য বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহতদের উদ্ধার করে পটাশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, কাঠগড়ায় শাসকদলের প্রাক্তন মন্ত্রী

স্থানীয় বিজেপি নেত্রী মিঠু পণ্ডা বলেন, সভা শেষে কনকপুর বাজারে বিজেপি কর্মীরা প্যান্ডেলের কাজ করছিল। তখনই বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আহত সাত বিজেপি কর্মীর মধ্যে একজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল বুঝে গিয়েছে তারা ক্ষমতা আসতে পারবে না, তাই বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

আরও পড়ুন: মার্চেই ৫০ ঊর্ধ্বদের করোনা টিকাকরণ: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

যদিও পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মামুদ হোসেনের দাবি, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও কর্মী যুক্ত নয়। বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা ঘটেছে। তাঁর কটাক্ষ, বিজেপির পরিবর্তন যাত্রা নয়, শেষ যাত্রা হচ্ছে। পটাশপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে।