করোনা টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবে হোয়াটসঅ্যাপের চ্যাট রোবট

0
79

খাস খবর ডেস্ক: দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশবাসী। দেশে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। বেড‌ হাপি হাসপাতালের সামনের রাস্তায় পড়ে রয়েছে রোগীরা। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ভয়াবহ চিত্র সামনে উঠে আসছে। বিশ্বের বর্তমান যা পরিস্থিতি তার মোকাবেলা করতেই জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। প্রথমে ৬৬ বছরের ঊর্ধ্বে, তারপর ৪৫ বছরের উর্ধ্বে এবং পরবর্তীকালে ১৮ বয়সের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।

আরও পড়ুন- রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়লো ১৫৫৮৭ জন

- Advertisement -

কখনো সরাসরি গিয়ে কখনো বা অনলাইন রেজিস্ট্রেশন করে টিকা মিলছে। তবে শিক্ষার চাহিদা এতটাই বেশি যে তা মেটাতে হিমশিম খাচ্ছে দেশ। এইবার খুব অল্প সময়ে হোয়াটসঅ্যাপেই জানা যাবে নিজের নিকটবর্তী করোনা টিকা কেন্দ্রের তথ্য। ভারতে করোনা পরিস্থিতি মাথায় রেখে এই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে এই অ্যাপ। এক নিমিষেই হোয়াটসঅ্যাপের করোনা হেল্প ডেস্কে প্রশ্ন করলে টিকাকরণ কেন্দ্র সংক্রান্ত জরুরী তথ্য নিয়ে হাজির হবে চ্যাট রোবট। ভারতের সরকারের ‘মাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’-র তরফে রবিবারই বিষয়টি জানানো হয়েছিল।

আরও পড়ুন- করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর‌ও দুঃসংবাদ জিতের পরিবারে

ভারতের এই জরুরী পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে এক প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের এক কর্তা উইল ক্যাথকার্ট। তিনি টুইট করেছেন, ‘ভারতে আমার বন্ধুরা এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে আছেন তা নিয়ে আমরা চিন্তিত। যেসব দেশ এই সময়ে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা অতিমারিকে রুখতে মাই গভারমেন্ট অফ ইন্ডিয়া-এর মতো বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের সঙ্গে একসঙ্গে কাজ করছি।

যদিও গত বছরই হোয়াটসঅ্যাপের তরফে এই করোনা হেল্প ডেস্কের পরিষেবা চালু করা হয়েছিল। যার সুবিধা ইতিমধ্যে প্রায় তিন কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তবে এই পরিষেবার সংস্করণ ঘটেছে। চ্যাট রোবটের সাহায্যে করোনা সংক্রান্ত নানা জরুরি তথ্যের পাশাপাশি টিকাকরণের সুবিধার্থে বিভিন্ন জরুরী তথ্যও মিলবে এখন।

হোয়াটস্যাপ এর এই নতুন পরিষেবা পেতে শুধু +৯১৯০১৩১৫১৫১৫ নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে নিজের মোবাইলে সেভ করতে হবে। তারপর এই নম্বরে ইংরেজি হরফে ‘নমস্তে’, ‘হেলো’ বা ‘হাই’ লিখলেই চ্যাট রোবট হাজির হবে ব্যবহারকারীর সাহায্য করতে। টিকাকরণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত চ্যাট রোবট। নিকটবর্তী টিকা কেন্দ্রের খোঁজ পেতে শুধু নিজের পিন কোড জানাতে হবে,তাহলেই মিলবে নিকটবতী টিকাকেন্দ্রে যাবতীয় তথ্য।

বর্তমানে সাইবার ক্রাইম এতটা বেড়ে গিয়েছে যে ফুট করে কেউ কোন অজানা নম্বর নিজের ফোনে সেভ করতে চাননা জালিয়াতির ভয়ে। এই কথাটি মাথায় রেখেও এর সুরাহা করা হয়েছে। অনেকেই আছেন যারা অচেনা নম্বর সেভ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, এই অবস্থা তারা wa.me/919013151515 লিঙ্কে গিয়েও চ্যাট রোবটের থেকে টিকাকরণ কেন্দ্রের যাবতীয় তথ্য জানতে পারেন।