করোনা মোকাবিলায় অনুদান ভারতরত্ন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের

0
1553

খাস খবর ডেস্ক: করোনার‌ রোষানলে পড়ে বেসামাল দেশ। ভারতে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে হয় পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে দেশে যেসব রাজ্যের পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে সংক্রমণের সংখ্যা।

সংক্রমণকে সমানতালে টেক্কা দিচ্ছে মৃত্যুর হারও। প্রথমে দেশের কয়েকটি জায়গায় সংগ্রমের তীব্রতা দেখা দিলেও পরিস্থিতি হাতের নাগালেই ছিল। কিন্তু এখন দেশের বিভিন্ন প্রান্তে একই ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। তৈরি হয়েছে তীব্র সংকট, না মিলছে বেড আবারো কোথাও মিলছেনা ন্যূনতম চিকিৎসা টুকুও। বিনাচিকিত্‍সায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লড়বে এক সময়ে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে বহু মানুষ।

- Advertisement -

দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন ক্রীড়াবিদ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা। স্বেচ্ছায় নিজেদের সাধ্যমত কখনো টাকা দিয়ে, কখনও আবার কেউ নিজে উপস্থিত থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্বভার তুলে নিয়েছে নিজের কাঁধে। কেউ অভুক্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। কেউবা আবার ওষুধের যোগান দিয়েছেন বা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

সনু সুদ, অক্ষয় কুমার, অজয় দেবগন থেকে শুরু করে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার এগিয়ে এসেছেন সাহায্য করতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্রের যা অবস্থা এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

মহারাষ্ট্র সরকারের করোনা কেয়ার পান্ডে সাত লাখ টাকা অনুদান দিয়েছেন ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান এই গায়িকা। অর্থ সাহায্য পেয়ে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সাধারণ মানুষ যাদের হিরো বলে সম্বোধন করেন দেশের এই পরিস্থিতিতে তাঁরা যেভাবে মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন তা সত্যিই অনবদ্য। তাদের দেখাদেখি এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আরও অনেক সাধারণ মানুষ। দেশের এই পরিস্থিতিতে একত্রিত হয়ে করোনা যুদ্ধজয়ই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আপামর ভারতবাসী।