এই ফেব্রুয়ারিতেই ইউক্রেন আক্রমণ করবেন পুতিন, সতর্কবার্তা বাইডেনের

0
38

খাস খবর ডেস্ক: ইউক্রেন সীমান্ত লক্ষাধিক সেনা জড়ো করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই। কবে নাগাদ প্রতিবেশীদের ওপর আঘাত হানতে পারেন পুতিন?

আরও পড়ুন: মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া

- Advertisement -

মস্কো অবশ্য প্রথম থেকেই হামলার অভিযোগ নস্যাৎ করে আসছে। ইউক্রেন আক্রমণের কোনও পরিকল্পনা-ই এ মুহূর্তে তাঁদের নেই। কিন্তু মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই হামলার ব্যাপারে নিশ্চিত। সেই সঙ্গে তিনি সময়টাও জানিয়ে দিচ্ছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি’র সঙ্গে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেন বাইডেন। সে সময় সতর্ক করে তিনি জানান, “আসন্ন ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের ওপর আঘাত হানতে পারে। এর স্পষ্ট সম্ভাবনা রয়েছে। আর এ নিয়ে আমরা কয়েক মাস ধরেই সতর্ক করে আসছি।” অন্যদিকে হোয়াইট হাউজের তরফ থেকেও একটি বিবৃতিতে বলা হয়, উক্ত ফোনালাপে মিত্র ইউক্রেনকে বাইডেন সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: তীব্র শীতে ক্ষুধার জ্বালায় জ্বলছে আফগানিস্তান, মানবিক আর্জি জাতিসংঘের

ইতিমধ্যেই রাশিয়াকে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে জার্মানি এবং আমেরিকা। এই পাইপলাইন ১,২২৫ কিমি দীর্ঘ। যা নির্মাণ করতে লেগেছিল ৫ বছর। ব্যয় হয়েছিল ১১০০ কোটি ডলার।