২৮ বা ২৯ দিন নয়, পৃথিবীর দুটি দেশ সাক্ষী ছিল ৩০ ফেব্রুয়ারি তারিখটির

0
72

বিশ্বদীপ ব্যানার্জি: ফেব্রুয়ারি মাস কতদিনের? উত্তরটা ক্লাস ওয়ানের বাচ্চা-ও দিতে পারবে। এমনি সময় ফেব্রুয়ারি মাসে ২৮ দিন। লিপ ইয়ারে বা অধিবর্ষে একদিন বেড়ে ২৯ হয়। তবে আপনি কি জানেন, ৩০ ফেব্রুয়ারি তারিখটির-ও অস্তিত্ব ছিল একসময়?

আরও পড়ুন: আর পরতে হবে না মাস্ক, জানিয়ে দিল সরকার

- Advertisement -

নাঃ একটুও ভুল পড়ছেন না। পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে, যেখানে অল্প সময়ের জন্য হলেও ৩০ ফেব্রুয়ারি তারিখটির অস্তিত্ব ছিল। অর্থাৎ দেশদুটিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ছিল ৩০। কোন দুই দেশ? সুইডেন এবং সোভিয়েত ইউনিয়ন। কেন এই দেশে ফেব্রুয়ারি মাসে ৩০ দিন গণ্য করা হত?

কারণ দুটি সম্পূর্ণ আলাদা আলাদা। প্রথমে সুইডেনের কথায় আসা যাক। ১৭০০ সালে সুইডেনের তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয়, তারা জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে চালু করবে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এদিকে জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৭০০ খ্রিস্টাব্দ লিপ ইয়ার হওয়ার কথা। সে বছর আর তা পালন করা হয়নি সুইডেনে। এরপর যথাক্রমে ১৭০৪ এবং ১৭০৮ খ্রিস্টাব্দে ভুলবশতঃ লিপ ইয়ার পালন করা হয়।

এতে গোলমাল হয়ে যায় মাসের হিসাবে। ফলে শেষমেষ আবার ঠিক হয়, জুলিয়ান ক্যালেন্ডারে-ই ফেরত যাওয়া হবে। এর ফলেই ১৭১২ সালের ক্যালেন্ডারে যোগ করা হয় দুটি লিপ ডে। আর তার ফলে ফেব্রুয়ারি মাস ৩০ দিনের হয়। আবার ১৭৫৩ সালে ফের ক্যালেন্ডার বদলানোর কারণে ফেব্রুয়ারি মাস থেকে ১১ দিন বাদ পড়ে যায়। সে বছর সুইডেনে ফেব্রুয়ারি মাস ছিল ১৭ দিনের।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে ৩০ ফেব্রুয়ারি চালু হয় ৭ দিনের সপ্তাহে ৫ দিনের কারণে। সোভিয়েত ইউনিয়ন এ সময় ৭ দিনের সপ্তাহকে প্রয়োজনহীন মনে করে। এর ফলেই ১৯৩০ এবং ১৯৩১ সালে ৫ দিনের সপ্তাহ চালু করার জন্য ৩০ ফেব্রুয়ারি চালু করে। এই সময় বছরের প্রত্যেকটি মাস ৩০ দিনের ছিল। এরপর আবার ১৯৪০ সালে পুনরায় ৭ দিনের সপ্তাহে ফিরে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন।