আর পরতে হবে না মাস্ক, জানিয়ে দিল সরকার

0
54

বিশ্বদীপ ব্যানার্জি: কোভিড ১৯ অতিমারীর জেরে একটা সময় মাস্ক মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছিল। ইদানিং অবশ্য করোনা’র প্রভার কমে যাওয়ায় মাস্কের ক্ষেত্রে উদাসীনতা দেখা গিয়েছে মানুষের মধ্যে। আর এবারে খোদ সরকারের তরফেই জানিয়ে দেওয়া হল যে আর মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ইউক্রেনের আরও এক গুরুত্বপূর্ণ অঞ্চল রাশিয়ার দখলে

- Advertisement -

চিনের প্রশাসনিক অঞ্চল হংকংয়ে এই ঘোষণা করা হয়েছে। এদিন সংবাদ সম্মেলন ডেকে এ অঞ্চলের নেতা জন লি জানান, “এবার থেকে আর রাস্তাঘাটে-ও মাস্ক পরার প্রয়োজন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে। এটাই উপযুক্ত সময় নিয়মটি তুলে নেওয়ার।” অতিমারীর শুরু থেকেই সাধারণ মানুষের মাস্ক ব্যবহার করা নিয়ম জারি হয়। ৯৪৫ দিন পর হংকংয়ে প্রত্যাহার করে নেওয়া হল এই নিয়ম।

এদিকে করোনা অতিমারীর জেরে এক বিরাট অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হংকং। আগে প্রতিবছর সাড়ে ৫ কোটির বেশি মানুষ হংকং ভ্রমণ করতেন। কোভিড পরবর্তী সময়ে ভ্রমণকারীর সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। যে কারণে সম্প্রতি পর্যটকদের ৫ লাখেরও বেশি বিমান টিকিট বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

হংকংয়ের লক্ষ্য, তাদের পর্যটন শিল্পকে পুনরায় চাঙ্গা করা। সেই লক্ষ্যে-ই এই পদক্ষেপ। মাস্ক সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া আরও একটি পদক্ষেপ, বলাই বাহুল্য। ইতিমধ্যে চলতি বছরের শুরুর দিকে আরও একাধিক বিধিনিষেধ তুলে নেওয়া হয় প্রশাসনের তরফে।