যুদ্ধ কবে বন্ধ হবে, জানিয়ে দিল রাশিয়া

0
30

বিশ্বদীপ ব্যানার্জি: ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর অতিক্রান্ত। এখনও যুদ্ধ থামার কোনও নামগন্ধ নেই। হাজারে হাজারে মানুষ মরছে। ধ্বংস হচ্ছে একের পর এক স্থাপত্য। তাও হুঁশ নেই কর্তৃপক্ষের। তবে এবারে রাশিয়া জানিয়ে দিল, যুদ্ধ কবে এবং কীভাবে বন্ধ হতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে প্রতিবেশী রাষ্ট্রের দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত নিরাপত্তা প্রধান

- Advertisement -

ক্রেমলিনের তরফে মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি জানান, যুদ্ধ কেবল একভাবেই বন্ধ হতে পারে। আমেরিকা যদি চায়। যুদ্ধের অবসান ঘটানোর চাবিকাঠি কেবল তাদের কাছেই রয়েছে। কিন্তু ক্রেমলিন মুখপাত্র এরপরই দাবি করেছেন, বাইডেন চান না যুদ্ধ বন্ধ হোক।

অর্থাৎ রাশিয়া কার্যত জানিয়ে দিল, ইউক্রেনে যুদ্ধ বন্ধ হওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই। পেসকভ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, “কিয়েভে শাসনের চাবিকাঠি কার্যত ওয়াশিংটনের হাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে চান না। উল্টে তিনি ইউক্রেনে আরও অস্ত্র বাড়ানোর পথ বেছে নিয়েছেন।”

এদিকে ইউক্রেন যুদ্ধ প্রায় এক বছরের যাত্রা অতিক্রম করতে চলল। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনা। আজও অব্যাহত সেই যুদ্ধ। পশ্চিমা দেশগুলি অবশ্য শুরু থেকেই পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের। নানারকম সামরিক ও মানবিক সহায়তা করে আসছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

আশা করা হচ্ছে, ভবিষ্যতে হয়ত আরও বাড়বে এই সাহায্যের পরিমাণ। আর ঠিক এখানেই আপত্তি রাশিয়ার। তারা মনে করছে, এই সাহায্য-ই বলে দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি চায় না এই যুদ্ধের অবসান ঘটুক। আসলে রাশিয়ার শেষ চায় তারা। উল্লেখ্য, আমেরিকা জেলেনস্কি সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস ট্যাংক’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে বলে জানিয়েছে জার্মানি।