রাজধানীতে প্রতিবেশী রাষ্ট্রের দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত নিরাপত্তা প্রধান

0
21

বিশ্বদীপ ব্যানার্জি: রাজধানীতে প্রতিবেশী রাষ্ট্রের দূতাবাসে সশস্ত্র হামলা। ঘটনার জেরে প্রাণ গেল নিরাপত্তা প্রধানের। ইরানের রাজধানী তেহরানে ঘটেছে এহেন ঘটনা। সেখানে আজারবাইজান দূতাবাসে হামলা চলেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটেছে বলে একটি তাৎক্ষণিক বিবৃতিতে জানায় আজারবাইজানের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: সিন্ধু চুক্তি নিয়ে ইসলামাবাদকে বড় হুমকি দিল্লির, তবে কি আর জল পাবে না পাকিস্তান

- Advertisement -

এদিকে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত হয়েছেন এই ঘটনায়। এছাড়া আরও একজন আহত হন বলেও জানা গিয়েছে। সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দূতাবাস ভবনটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গিয়েছে। একটি দরজা কাঁচ ভাঙা অবস্থায় দেখা গিয়েছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে ইরানে প্রতিবেশী দেশটির প্রায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন। স্বভাবতই ঘটনার জেরে বাড়ছে উদ্বেগ। তেহরান পুলিশ জানাচ্ছে, ইতিমধ্যেই একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও এই হামলার নেপথ্যে আসল উদ্দেশ্য জানা যায়নি এখনও। ইরানের এক সংবাদ মাধ্যম জানাচ্ছে, উক্ত সন্দেহভাজন দুটি বাচ্চা নিয়ে আজারবাইজানের দূতাবাসে প্রবেশ করেছিল। অন্যদিকে আজারবাইজানের বিদেশ মন্ত্রকের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হামলাকারী একটি কালাশনিকভ রাইফেলের সাহায্যে নিরাপত্তা প্রধানকে হত্যা করেছে।