যুদ্ধের ১০০ দিনে প্রভূত লাভের মুখ দেখল রাশিয়া, ১০০ দিনে আয় ৯৮ বিলিয়ন ডলার

0
228

খাস খবর ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন এক প্রভূত লাভের মুখ দেখল রাশিয়া। দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট। তা সত্ত্বেও ১০০ দিনে বিভিন্ন দেশকে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছে তারা। উল্লেখ্য, ক্রেতাদের অধিকাংশ-ই ইউরোপীয় ইউনিয়নভুক্ত।

আরও পড়ুন: কাতারকে আঁকড়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পাকিস্তান

- Advertisement -

সোমবার ফিনল্যান্ডের সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA) একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, যুদ্ধ শুরুর ১০০ দিনে রাশিয়ার ৬১% তেল বিদেশি রাষ্ট্রগুলিকে রফতানি করা হয়েছে। আর তা থেকে ৯৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে পুতিন প্রশাসন।

রাশিয়ার কাছ থেকে সবথেকে বেশি পরিমাণ তেল কিনেছে চিন। ১৩.২ বিলিয়ন ডলারের তেল কিনেছে তারা। এরপরই রয়েছে জার্মানি। ১২.৭ বিলিয়ন ডলারের তেল কিনেছে তারা। খুব বেশি পিছিয়ে নেই আমাদের দেশ ভারত-ও। বন্ধু রাশিয়ার কাছ থেকে ৩.৬ বিলিয়ন ডলারের তেল কিনেছে মোদী সরকার।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অর্থাৎ হাজার নিষেধাজ্ঞা আরোপ করেও রাশিয়ার বাণিজ্যে কিছুতেই রাশ টানতে পারছে না পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় কেবল আবেদন নিবেদনের পথ বেছে নিয়েছে তারা। তেল ক্রেতাদের বারংবার অনুরোধ জানানো হচ্ছে যাতে এইসব দেশ রাশিয়ার অর্থ উপার্জনের পথ বন্ধ করে দেয়।