৬৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, সকলের প্রাণহানির আশঙ্কা

0
146

খাস ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা নেপালে। বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই রানওয়েতে ভেঙে পড়ল বিমান। ঘটনাস্থল ঢেকে যায় কালো ধোঁয়ায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: মকর সংক্রান্তির পূর্ণলগ্নে গঙ্গাসাগরে জনজোয়ার, শাহীস্নানে সৈকতে ভিড় জমিয়েছে ৪০ লক্ষ্য তীর্থযাত্রী

- Advertisement -

জানা গিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল। নেপাল সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছেন, পোখরার কাস্কি জেলার কাঠমান্ডু পোস্টের কাছেই রানওয়েতে ভেঙে পড়ে। ৭২ আসনের বিমানে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন এবং কেবিন ক্রু ছিল ৪ জন। বিমানে আগুন লেগে যাওয়ায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্ল্যাক বক্সের সন্ধান শুরু হয়েছে। কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজে মদ পরিবেশন করার বার আছে,অখিলেশ যাদবে মন্তব্যে শুরু বিতর্ক