বাজারে এল নয়া আইফোন, “দম মারো দম…” য়ের সুরে আত্মপ্রকাশ

0
35

খাস খবর ডেস্ক: কথা বেশ কিছুদিন ধরে চলছিল। অবশেষে বাজারে এসেই গেল আইফোন ১৩। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ য়ের চারটি মডেল এবং অ্যাপল ওয়াচ ৭-য়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিইও টিম কুক।

তবে বেশি চমকপ্রদ যেটা, অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে বাজল বলিউডি গান। মঞ্চে টাঙানো হয়েছিল একটি পর্দা। সত্তর দশকের ছবি “হরে রাম হরে কৃষ্ণা”র বিখ্যাত গান “দম মারো দম..” এদিন সেখানে ভেসে ওঠে। গানের পাশাপাশি নতুন দুই গ্যাজেটের ফিচার নিয়েও বিজ্ঞাপন তুলে ধরা হয় পর্দায়।

- Advertisement -

আরও পড়ুন: আল-কায়েদা অধিকৃত বিমান সটান ঢুকে পড়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, আজ সেই লজ্জার বিশ বছর

সম্প্রতি ‘অ্যাপল হাব’ নামক ব্লগে নয়া আইফোনটির দাম নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। জানা যায়, গ্যাজেটটির দাম ৭৯৯ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৫৯ হাজার মতো। এদিনের অনুষ্ঠানেও সেই দামেরই কথা বললেন অ্যাপলের সিইও। আরও জানা যায়, স্থানীয় করের কারণে বিভিন্ন দেশে দামের তারতম্য হবে‌।

তবে এতকিছু সত্ত্বেও আইফোন ১৩ য়ের ডিজাইনে কিন্তু বিশেষ পরিবর্তন দেখা গেল না। দেখতে এটি অনেকটা আইফোন ১২ র মতোই। গোলাপি, নীল, লাল, কালো এবং স্টারলেট— মোট পাঁচ রঙে ছাড়া হবে মডেলগুলি‌। অবশ্য প্রযুক্তিতে আগের সেটগুলিকে বেশ খানিকটা পেছনে ফেলে দিচ্ছে আইফোন ১৩। খোঁজ নিয়ে জানা গেল, প্রসেসর এ১৫ বায়োনিকের।

সবচেয়ে দুর্দান্ত হয়েছে ব্যাটারি। জানা যাচ্ছে, আগের সিরিজের তুলনায় প্রায় আড়াই ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই সেটে। নতুন চিপও নাকি পঞ্চাশ শতাংশ বেশি দ্রুতগতিতে কাজ করবে। এছাড়া, থাকতে চলেছে রিয়ার টুইন ক্যামেরা।