যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল, উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স থেকে সাফ হবে নেপথ্যের কাহিনী

উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স (black box) থেকে সাফ হবে দুর্ঘটনার প্রকৃত কারণ।

0
42
black box rescue

নেপাল- গতকাল অর্থাৎ রবিবার রানওয়েতে নামার মাত্র কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। নেপালে সোমবার সকালে বিমান দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার হল ব্ল্যাক বক্স (black box)। এই ঘটনায় ক্রু নিয়ে মোট ৭২ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন :‘ইনি বিচারের নামে কলঙ্ক’, ‘লজ্জা’, বিচারপতির নামে কারা ফেলল পোস্টার, মামলা দায়ের হাইকোর্টে

- Advertisement -

কী করে হল এই বিমান দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটি নাকি আবহাওয়া? কে দায়ী? প্রাথমিকভাবে আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে বলে মনে করা হলেও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক সাফ জানিয়ে দেয়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হল। উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সটি ভালো অবস্থাতে রয়েছে বলে জানা গেছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও সোমবার সকাল থেকে উদ্ধার কাজ চালানো হয়েছে। বিমানের মোট ৬৮ জন যাত্রীর মধ্যে ৫ জন ভারতীয় ছিলেন। বিদেশি ছিলেন ১০। ক্রু মেম্বারের সংখ্যা ছিল ৪। সকাল ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন :বিচারপতি মান্থার ঘটনায় হাইকোর্টে তিন সদস্যের প্রতিনিধি দল

আরও পড়ুন :মকরস্নান সেরে ফেরার পথে ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ১৪

উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স (black box) থেকে সাফ হবে দুর্ঘটনার প্রকৃত কারণ। প্রসঙ্গত কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। ওড়ার মাত্র ২০ মিনিটের মাথায় মাটিতে আছড়ে পড়ে ইয়েতি এয়ারলাইনসের বিমানটি। তবে নেপালে বিমান দুর্ঘটনা প্রথম নয়। ২০১৮ সালে এএফপি জানিয়েছিল, গত তিন দশকে ২৭টি বিমান দুর্ঘটনা হয়েছে সে দেশে।নেপালে বার বার দুর্ঘটনার আরও একটি কারণ হল আবহাওয়া। পাহাড়ে খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয়। ফলে বিমান দুর্ঘটনার মুখে পড়ে। পাশাপাশি নেপালে র‌্যাডার প্রযুক্তির হাল খুবই খারাপ। তাই অনেক ক্ষেত্রেই চরম আবহাওয়া আর কঠিন ভূমিরূপের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানচালককে নিজের দৃষ্টির উপরেই নির্ভর করতে হয়।বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, নেপালে বিমানচালক এবং কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে কঠিন পরিস্থিতি মোকাবিলার সময় বিপাকে পড়েন তাঁরা। তাছাড়া কম বাজেটের কারণে যথেষ্ট সংখ্যক বিমানচালক নিয়োগ করা হয় না।