‘ইনি বিচারের নামে কলঙ্ক’, ‘লজ্জা’, বিচারপতির নামে কারা ফেলল পোস্টার, মামলা দায়ের হাইকোর্টে

বিচারপতির বাড়ি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকাতেও নজরে আসে এই পোস্টার।

0
89
calcutta high court justice rajasekhar mantha on cctv

কলকাতাঃ কলকাতা হাইকোর্টে (calcutta high court) বিচারপতি রাজাশেখর মান্থার ঘটনায় ইতিমধ্যে শহরে উপস্থিত হয়েছেন তিন সদস্যের প্রতিনিধি দল। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাইকোর্ট চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ জানিয়ে মঙ্গলবারই রিপোর্ট দেওয়ার কথা তাঁদের। বুধবার বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে তাঁরা কোনও পদক্ষেপ করবে কি না। এদিকে বিচারপতি রাজাশেখর মান্থার পাড়ায় কারা পোস্টার ফেলেছিল? জানতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। পোস্টার কারা ফেলেছেন, কোথায় সেই পোস্টার ছাপানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতেই মামলা করার দাবি করেছিলেন আইনজীবীদের একাংশ। চলতি সপ্তাহেই হতে পারে সেই মামলার শুনানি। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভবনা।

আরও পড়ুন :বিচারপতি মান্থার ঘটনায় হাইকোর্টে তিন সদস্যের প্রতিনিধি দল

- Advertisement -

অভিযোগ লাল রঙের কাগজে বিচারপতি মান্থার মুখের ছবি দিয়ে পাশে লেখা ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ বড়বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ‘লজ্জা’। কর্মস্থল থেকে শুরু করে বাসস্থান ছয়লাপ হয়ে যায় এই পোস্টারে। বিচারপতির বাড়ি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকাতেও নজরে আসে এই পোস্টার। এই ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতেই মামলা দায়ের হল হাইকোর্টে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে আইনজীবীদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরই বিচারপতির নামে পড়তে থাকে পোস্টার। গত বৃহস্পতিবারই ওই পোস্টারের নেপথ্যে কে বা কারা তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছিল লেক থানার পুলিশ।

আরও পড়ুন :বিশেষ কারণে উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আদালতের

আরও পড়ুন :মকরস্নান সেরে ফেরার পথে ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ১৪

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের (calcutta high court) বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে আইনজীবীদের একাংশের বিক্ষোভের সময় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। প্রতিনিধি দলটি রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলার পাশাপাশি, তাঁরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন বলে জানা গেছে। বারের তরফে রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশোক মেহতা এবং দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার। সম্প্রতি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে বারের প্রতিনিধিরা বলেন, ‘‘যে ভাবে এক জন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে, তা অন্তত আইনজীবীদের শোভা পায় না।’’ বারের প্রতিনিধিরা জানিয়েছেন, বার এই ধরনের ঘটনা সহ্য করবে না। প্রতিনিধিদলের রিপোর্টের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারতীয় বার কাউন্সিল। অন্যদিকে রাজ্যের বার কাউন্সিলের সদস্যেরা ভারতীয় বার কাউন্সিলের পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, ‘‘কলকাতা হাইকোর্ট (calcutta high court) ভারতীয় বার কাউন্সিলের আওতায় পড়ে না। রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তাঁরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে।’’