বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, ফাঁড়ি লক্ষ্য করে গুলি

0
66

আগরতলা: ফের সীমান্তে জঙ্গি উৎপাত৷ এবার ঘটনাস্থল ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার থানার সীমান্তবর্তী এলাকায়। এলাকাটি ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মিজোরাম এবং বাংলাদেশের (Bangladesh border) ত্রৈসীমানায় অবস্থিত৷ জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন আধা-সামরিক বাহিনীর এক জওয়ান। বিএসএফ সূত্রে খবর, নিহত বিএসএফ জওয়ানের নাম গ্রিজেশ কুমার উদে (৫৩)। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়।

বিএসএফ ও স্থানীয় সূত্রের খবর: নিহত জওয়ান গ্রিজেশ পোস্টিং ছিলেন উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের সিমানাপুর ২ ফাঁড়িতে৷ প্রতিদিনের মতো এদিনও ফাঁড়িতে ডিউটিতে ছিলেন ওই জওয়ান৷ আচমকাই সীমান্তের ওই পার থেকেই জঙ্গিরা আধাসেনার ওই ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায়। পর পর চারটি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই জওয়ানের শরীর৷ পাল্টাগুলিতে রুখে দাঁড়ায় জওয়ানেরা৷ দু’পক্ষের মধ্যে প্রায় ঘণ্টা খানেকগুলির লড়াই চলে বলে খবর৷

- Advertisement -

এই হামলার পিছনে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটি (NLFT) জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করছে পুলিশ৷ এসপি কিরণ কুমারের দাবি, বিএসএফ সৈন্যরা উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার সিমানাপুর সীমান্ত ফাঁড়িতে নিয়মিত টহলদারি চালাচ্ছিলেন। তখনই কাঁটাতারের (Bangladesh border) বেড়ার আড়ালে লুকিয়ে থাকা উগ্রপন্থীরা বিএসএফ সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। তাতেই ঘটনাস্থলে এক জওয়ানের মৃত্যু হয়৷ পাল্টা গুলির জবাব দেন জওয়ানেরাও৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি৷

আরও পড়ুন: উড়ন্ত বিমানে ঘুমে কাদা দুই চালক, তারপর যা ঘটল…

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor