উড়ন্ত বিমানে ঘুমে কাদা দুই চালক, তারপর যা ঘটল…

0
49
pilots

কলকাতা: সব কিছুই ঠিকঠাক চলছিল৷ এয়ারপোর্টের কাছাকাছিও চলে এসেছিল বিমান৷ কিন্তু কোথায় অবতরণ! বিমান তো নিজের মতোই আকাশে উড়ে চলেছে৷ স্বভাবতই, আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা৷ এয়ারপোর্টে না নেমে কোথায় চলেছে বিমান৷ তবে কি হাইজ্যাক! নাকি যন্ত্রাংশে বিকল! সাত পাঁচ ভেবেও যাত্রীরা যখন কুল খুঁজে পাচ্ছেন না তখনই তাঁদের উদ্বেগকে হাজারগুণ বাড়িয়ে বাজতে শুরু করে বিমানের ভিতরে থাকা বিপদসঙ্কেত৷ তার কিছুক্ষণ পরেই অবশ্য অভিমুখ বদলে রানওয়েতে অবতরণ করে বিমান৷ তখনই জানা যায়, চলন্ত বিমানে ঘুমিয়ে পড়েছিলেন দুই চালক (pilots)৷ ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতের ঘটনা৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই যাত্রী মহলে ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷ সকলেই সংশ্লিষ্ট বিমান সংস্থার ওই চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সোচ্চার হয়েছেন।

জানা গিয়েছে, সুদানের খার্তুম বিমানবন্দর থেকে ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে যাচ্ছিল বোয়িং ৭৩৭-৮০০ ইটি-৩৪৩ বিমান। কিন্তু নির্দিষ্ট সময়ে অবতরণের পরিবর্তে বিমান নিজের মতো আকাশে চলতে থাকে। এটিসির মাধ্যমে বিমানবন্দরের কর্মীরাও যোগাযোগ করতে পারছিলেন না ওই দুই পাইলটের সঙ্গে৷ ফলে ছড়িয়ে পড়ে হাইজ্যাকের আতঙ্ক৷ পরে অবশ্য জানা যায়, খার্তুম থেকে রওনা দেওয়ার পরেই দুই চালক ‘অটো পাইলট’ ব্যবস্থা চালু করে নিজেদের সিটে ঘুমিয়ে পড়েছিলেন৷ তারই ফলে বিপত্তি৷

- Advertisement -

সূত্রের খবর, ঘুমিয়ে পড়ার কারণ হিসেবে ওই দুই পাইলট বিমান সংস্থাকে জানিয়েছেন যে দীর্ঘ বিমানযাত্রায় তাঁরা এতটাই ক্লান্ত ছিলেন যে, নিজেদের চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলে দু’জন। তাই আগাম ‘অটো পাইলট’ ব্যবস্থা চালু করে দিয়েছিলেন৷ ফলে এটিসির তরফ থেকে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়ার পরেও রানওয়ের দিকে আসার পরিবর্তে বিমানটি চক্কর কাটতে থাকে প্রায় ৩৭০০০ ফুট উঁচুতে। পরে বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ হয়ে তীব্র শব্দে বাজতে শুরু করে বিপদসঙ্কেত। তাতেই ঘুম ভাঙে দুই চালকের (pilots)। এরপরই নির্দিষ্ট সময়ের প্রায় ২৫ মিনিট পর তাঁরা নির্দিষ্ট গন্তব্যে বিমানটিকে অবতরণ করেন৷ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

আরও পড়ুন: পরকীয়ার ‘গন্ধ’, স্বামীর পুরুষাঙ্গে গরম জল ঢাললেন স্ত্রী