ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ, মৃত্যু ১৩ বছর বয়সী শিশুর

0
34
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: বেশ কয়েকদিনের যুদ্ধ বিরতির পর ফের শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে মৃত্যু হচ্ছে অনেকের। এবার এক ১৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সেনা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ওই শিশুর। ঠিক এমন টাই দাবি করেছে প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই শিশুটির নাম, ১৩ বছর বয়সী মোহাম্মদ আল আলামি। ঘটনাটি ঘটে পশ্চিমাঞ্চলীয় হেবরন শহরের দিকে যাওয়ার সময় বেইত ওমর শহরে। শিশুটি তার বাবার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল, সেই সময় তার বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

- Advertisement -

প্রসঙ্গত, দেশজুড়ে আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে শত শত প্যালেস্টাইন। প্যালেস্টাইন দের দাবি, ইসরায়েল নাকি ওই এলাকায় অবৈধ বসতি স্থাপন করছে। এতেই ক্ষুব্ধ হয়ে প্যালেস্টাইনরা ইসরায়েল বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষের জেরে আহত হন ১৪৬ জন।

প্রতীকী ছবি

যদিও প্যালেস্তাইনদের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। এপ্রসঙ্গে ইসরায়েল বাহিনী জানায়, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্যালেস্টাইনরা সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই ঘটনায় আহত দুই সেনা সদস্যকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলেও জানায় তারা।

উল্লেখ্য, গত মে মাসে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েল টানা ১১ দিন নির্বিচার হামলায় অন্তত ২৫৭ প্যালেস্টাইন নিহত হন। যাদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। বিপরীতে প্যালেস্টাইনদের পাল্টা হামলায় ইসরায়েলে ১৩ জন প্রাণ হারান।