টোকিও অলিম্পিক: দুইবারের সোনাজয়ীকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে বাংলার অতনু

0
43

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিকের সপ্তম দিন বৃহস্পতিবার দুর্দান্ত সূচনা হল ভারতের। এদিন অলিম্পিকে নেমেছেন দেশের একের পর এক তারকা ক্রীড়াবিদ। এরই মধ্যে ভারতের তীরন্দাজ তথা বাংলার ছেলে অতনু দাস দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে ওয়ান শট টাইব্রেকারে জয়ের সঙ্গে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অতনু। রুদ্ধশ্বাস ম্যাচে টানটান লড়াইয়ের পর শেষমেশ জয় পান অতনু।

ওয়ান শট টাইব্রেকারে ১০ পয়েন্ট অর্জন করেন অতনু। এর ফলে পদক জয়ের আশা থাকছে বঙ্গ সন্তানের থেকে। সাত বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো অতটাও সহজ ছিল না। প্রথম সেটে হারের পরেও দক্ষিণ কেরিয়ার দুইবারের সোনাজয়ী ওহ জিন হিয়েককে হারালেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন ওহ জিন হিয়েক।

- Advertisement -

আরও পড়ুন: IND vs SL: ব্যাটসম্যানরা ব্যর্থ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

এর পরের ম্যাচে জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে খেলতে নামবেন অতনু। তাঁর ম্যাচে অতনুকে উৎসাহ দিতে স্ট্যান্ডে হাজির ছিলেন স্ত্রী ও ভারতের মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী। অন্যদিকে তিরন্দাজির মিক্সড ডাবলসের ম্যাচে ৩-১ পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন করে দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তাদের জুটি।