সিন্ধু চুক্তি নিয়ে ইসলামাবাদকে বড় হুমকি দিল্লির, তবে কি আর জল পাবে না পাকিস্তান

0
64

বিশ্বদীপ ব্যানার্জি: দীর্ঘ ৯ বছর আলোচনা হয়। তারপর ১৯৬০ সালে সেপ্টেম্বর মাসে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এরপর সিন্ধু দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। এবারে এই জলচুক্তিতে সংশোধন প্রয়োজন, এমনটাই মনে করছে দিল্লি।

আরও পড়ুন: যাত্রীদের রেখেই উড়ে গেল বিমান, নিয়ম লঙ্ঘনে ১০ লক্ষ টাকার জরিমানার নির্দেশ

- Advertisement -

সেই উদ্দেশ্যে গত ২৫ জানুয়ারি দুই দেশের সিন্ধু জল কমিশনারের মাধ্যমে চুক্তিতে বদল আনার নোটিশ পাঠানো হয়েছে ইসলামাবাদে। ওয়াকিবহাল সূত্রে শুক্রবার এই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের বাধার কারণে চুক্তির নিয়ম বারবার লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি নিয়মগুলি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

এ কারণেই কড়া নোটিশ পাঠাতে বাধ্য হয়েছে মোদী সরকার। প্রশ্ন উঠছে। তাহলে কি এবার আর জল পাবে না পাকিস্তান? সাম্প্রতিক সময়ে এই বিষয়ে একাধিক বাধা এসেছে পাকিস্তানের তরফ থেকে। এর অন্যতম কারণ অবশ্যই জম্মু কাশ্মীর সমস্যা এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি।

এদিকে দিল্লির পাঠানো নোটিশের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাক সরকার-ও। ইতিপূর্বে ২০১৫ সালে ভারতের কিষেণগঙ্গা ও রাতেলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। এতে তাদের ভাগের জল কমে যাবে বলে আশঙ্কা করেছিল তারা। যদিও ভারত প্রতিশ্রুতি দেয়, চুক্তি মেনেই জল ব্যবহার করা হবে। কিন্তু তাতে আশ্বস্ত হয়নি পাকিস্তান। বিশ্ব ব্যাংকের কাছে তারা আর্জি জানায় পুরো বিষয়টি খতিয়ে দেখতে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অবশ্য ২০১৬ সালে সেই আর্জি ফিরিয়ে নেয় তারা। বদলে একটি নতুন দাবি তোলে। একটি সালিশি আদালত বসাতে হবে। বর্তমানে কোর্ট অব আরবিট্রেশনে পাকিস্তানের কিষেণগঙ্গা এবং রাতেলে প্রকল্প নিয়ে আপত্তির শুনানি চলছে। পাকিস্তানের বিদেশমন্ত্রক জানাচ্ছে, সেইদিক থেকে নজর ঘোরাতেই সিন্ধু জলচুক্তি সংশোধন করার দাবি জানাচ্ছে ভারত। দিল্লির তরফ থেকে পাল্টা কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি।