আজকের ময়দানের খাস খবর (২৭ জানুয়ারি, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
34
Cristiano Ronaldo Denies All Reports of Him Joining Saudi Arabia club Al Nassr

পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। খবর ক্রিকেট পাকিস্তানের। পারভেজ এলাহীর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধানসভা ভেঙে দিয়েছেন মহসিন নকভি। নতুন করে ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন তিনি। তাতে ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব।

- Advertisement -

আরও পড়ুন: ‘চলো বিয়ে করি’, ঘোষণা করলেন ধোনি

সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র দানে ভিন্নধর্মী উদ্যোগ দেশি বলার্সের

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে দেশি বলার্স। দেশি-বিদেশি ১৩০ বাস্কেটবল খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এবারের চ্যাম্পিয়নশিপ। সুবিধাবঞ্চিত পরিবারের শীত নিবারণ ও নারী খেলোয়াড়দের বাস্কেটবলে উৎসাহী করার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। মহৎ উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুশি খেলোয়াড়রাও।

শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে পিকে?

সব গুঞ্জন সত্যি করে গত জুনে বিচ্ছেদ হয়ে গেছে সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরার। দীর্ঘ ১২ বছরের রূপকথার মতো সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে তাদের। তবে নতুন সম্পর্কে জড়াতেও সময় নিলেন না পিকে। শাকিরার সঙ্গে ছাড়াছাড়ি হতেই আবারও হয়তো প্রেমে মজেছেন তারকা এই ফুটবলার। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্ট তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। প্রাক্তন বার্সা তারকা তার অফিসিয়াল ইনস্টাগ্রামে স্প্যানিশ মডেল ক্লারা চিয়া মার্তির সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যমগুলোর দাবি, স্প্যানিশ এই মডেলের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন পিকে।

কুস্তিগিরদের দাবি শুনতে নারাজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করতে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। সেই কমিটি গঠনের বিরোধিতা করেছেন বিক্ষোভকারী কুস্তিগিররা। সেই বিরোধিতা ভাল ভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানানো হয়েছে, তদন্তকারী কমিটি নতুন করে গঠন করার প্রশ্নই নেই। তবে কুস্তি প্রতিযোগিতা স্তব্ধ করে দেওয়া হচ্ছে না। জাগ্রেবে কুস্তির র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে যেতে পারেন কুস্তিগিররা।

বিশ্বকাপ জয়ের পর মাঠে নামছে আর্জেন্টিনা

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে মাঠে দেখা যাবে মেসি, ডি মারিয়াদের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পেলেন নেপালের আসিফ শেখ

ভদ্রলোকের খেলা ক্রিকেটে বিভিন্ন সময়ে নানান নজির গড়েন ক্রিকেটাররা, যা উদাহরণ হয়ে থাকে অন্য ক্রিকেটারদের কাছে। তেমন সব দৃষ্টান্ত গড়া ক্রিকেটারকে আইসিসি প্রতিবছর দিয়ে থাকে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’। ২০২২ সালের এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ।

আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না, বলাটা ঠিক হয়নি

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সতীর্থরা বাজে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছিলেন জ্বলাটন ইব্রাহিমোভিচ। সুইডিস তারকা বলেছিলেন, মার্টিনেজরা আর বিশ্বকাপ জিততে পারবে না। সেই মন্তব্যের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার প্রাক্তন সার্জিও আগুয়েরো।

নিষ্প্রভ রোনাল্ডোতে হারল আল-নাসর

শেষ বাঁশি বেজে উঠার আগেই হতাশ হয়ে ভক্তরা ছাড়লেন গ্যালারি। কারণ, দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো জ্বলে উঠতে পারেননি। পারেননি আল-নাসরের জার্সি গায়ে জড়িয়ে প্রথম গোলটি করতে। ব্যর্থ হলেন ক্লাবটিকে সৌদি সুপার কাপের ফাইনালে তুলতে। তাতে দর্শকদের আশায় স্ফীত হওয়া বুক চুপসে গেছে এক নিমিষেই। আল-ইত্তিহাদের বিপেক্ষে রোনাল্ডোর দল ১-৩ গোলে হেরে বিদায় নিল সেমিফাইনাল থেকে।

বর্ষসেরা নারী ক্রিকেটার ইংল্যান্ডের ন্যাট সিভার

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তাঁকে বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি।

সবচেয়ে দামি ক্লাব ইউনাইটেড

বেশ কিছুদিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির চেষ্টা করছে গ্লেজার পরিবার। গত পাঁচ মৌসুমে একটিও শিরোপা না জেতা দলটির সমর্থকরা তাদের এই মালিককে আর চায় না। বারবার ‘গ্লেজারস আউট’ ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করছে সমর্থকরা। তবে গত কয়েক মৌসুম ধরে বাজে পারফর্ম করা সত্ত্বেও ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাবে পরিণত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলাধুলার আর্থিক বিষয়াদি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’র জরিপে এমনটাই উঠে এসেছে।

ফেব্রুয়ারিতে জানা যাবে এশিয়া কাপের ভবিষ্যৎ কোথায়

আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে বসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। যে সভায় সবার চোখ থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। কারণ এই সভাতেই জানা যাবে আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের ভবিষ্যৎ।

দানি আলভেজের বিরুদ্ধে মিলল ৫ প্রমাণ, বড় শাস্তির শঙ্কা

এক নারীকে যৌন হয়রানির দায়ে গ্রেফতার হয়ে এখন কারাগারে দিন কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজ। বার্সেলোনার সাবেক এ তারকা শুরু থেকে তার নামে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমাণ উদ্ধার করেছে বার্সলোনার আইনশৃঙ্খলা বাহিনী। যার পুরোটাই আলভেজের বিরুদ্ধেই যাচ্ছে। দেখে নেওয়া যাক, সেই পাঁচ বিষয় কী কী, যা আলভেজের বড় শাস্তির কারণ হতে পারে।

(১) তাঁর বক্তব্যে দ্বন্দ্ব। (২) জামাকাপড় ও ভিকটিমের মেডিকেল রিপোর্ট। (৩) নিরাপত্তা ক্যামেরা। (৪) ট্যাটু। (৫) মোসো ডি’এসকোদ্রার রেকর্ডিং।

কারাগারে থেকেও অটোগ্রাফ দিলেন দানি আলভেস

ধর্ষণের অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস এখন স্পেনের জেলে বন্দী। জেলে বন্দী অবস্থায় থেকেও নাকি অটোগ্রাফ দিয়েছেন তিনি। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টেলিসিনোর বরাত দিয়ে এ সংবাদ করেছে মুন্ডো ডিপোর্টিভো।

দ্বিতীয় ম্যাচেই রোনাল্ডোকে শুনতে হল কোচের খোঁটা

নতুন ক্লাব আল-নাসরের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি সুপার কাপ থেকে বিদায় নিল আল-নাসর। বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের কাছে ১-৩ ব্যবধানে হেরে গেল তারা। শুধু তাই নয়, ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই হারের পিছনে দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনাল্ডোর কাছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ফাইনালে জোকারের সামনে চিচিপাস

চোটের জন্য নিজে ঠিক মতো দাঁড়াতে পারছেন না। তাতে কী কোর্টে প্রতিপক্ষেও দাঁড়াতেই দিচ্ছেন না। অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের অবিশ্বাস্য দৌড় অব্যাহত থাকল সেমিফাইনালেও। আমেরিকার টমি পলকে ৭-৫, ৬-১, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফাইনালে তার সামনে চিচিপাস।

ছোটদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সহজ জয় ভারতের। নিউ জ়িল্যান্ডকে ৮ উইকেটে হারালেন শেফালি বর্মারা। ১০৮ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। ১৪.২ ওভারেই জয়ের রান তুলে নিল তারা। অর্ধশতরান করলেন শ্বেতা শেরাওয়াত। বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত