ইসরায়েলের বিরুদ্ধে ‘হলোকাস্ট’ চালানোর অভিযোগ প্যালেস্তাইন প্রেসিডেন্টের

0
55

খাস ডেস্ক : প্যালেস্তাইনের প্রেসিডেন্ট এবার হলোকাস্টের অভিযোগ আনলেন ইসরায়েলের ওপর। প্যালেস্তাইন প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে হলোকাস্ট চালানোর অভিযোগ তুলে এখন বিতর্কেরমুখ। এই মন্তব্যের জেরে জার্মানির রাজনৈতিক নেতারা কড়া বার্তা দিয়েছেন।

জানা গিয়েছে, বার্লিনে জার্মান চ্যান্সেলর অলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনদের ওপর হলোকাস্ট চালানোর অভিযোগ করেছেন তিনি। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক প্রতিযগিতার সময়ে ইসরায়েলি খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর প্যালেস্তাইনের সন্ত্রাসী হামলায় ১০ জনের হত্যার ৫০ বছর পূর্তি প্রসঙ্গে এক সাংবাদিক এই প্রশ্ন করেন। আব্বাসকে প্রশ্ন করা হয়, তিনি এই ঘটনার জন্য ইসরায়েলের কাছে ক্ষমা চাইবেন কিনা। তাঁর উত্তরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

- Advertisement -

আব্বাস বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে প্যালেস্তাইনের ৫০টি জায়গায় ৫০টি গণহত্যা চালিয়েছে। এই মন্তব্য করেই তিনি বলেন, ‘৫০টি গণহত্যা, ৫০টি হলোকাস্ট’। এরকম শব্দ ব্যবহার করে এখন বিতর্কের মুখে তিনি। হলকাস্ট কথাটি শোনার পরেই জার্মান চ্যান্সেলরের মুখে স্পষত দেখা যায় ক্রোধের চিহ্ন। এই জবাবের পরেই চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট এই সংবাদ সম্মেলন থামিয়ে দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘জার্মানির মাটিতে দাঁড়িয়ে মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ‘৫০টি হলোকাস্ট’-এর অভিযোগ করলেন, তা শুধু নৈতিক অবমাননা নয়, সেইসঙ্গে বিশাল মিথ্যাচারও’। তিনি আরও বলেন, হলোকাস্টে ৬০ লক্ষ ইহুদি নিহত হন, যার মধ্যে ১৫ লক্ষ শিশুও ছিল। ইতিহাস কখনোই তাঁকে ক্ষমা করবে না।