সরকার বিরোধী কর্মসূচীকে সমর্থন, চলচ্চিত্র পরিচালককে ৬ বছরের কারাদণ্ডের সাজা

0
132

খাস ডেস্ক: গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে মৃত্যু হয় বহু মানুষের। এই দুর্ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের সমর্থনে এগিয়ে আসেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি সহ আরও দুজন। সরকার বিরোধী কর্মসূচীকে সমর্থন করার ‘অপরাধে’ পরিচালককে ৬ বছরের জেলের সাজা শোনানো হল।

আরও পড়ুন: Rishi Sunak: ইতিহাস সৃষ্টির পথে আরও এক ধাপ, বরিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত 

- Advertisement -

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাহানিকে তেহেরানের এভিন জেলে রাখা হয়েছে। গত ১১ জুলাই পরিচালককে গ্রেফতার করা হয়। তবে এই প্রথম নয়, ২০১০ সালেও তাঁকে গ্রেফতারের পর ছয় বছরের জেলের সাজা দেওয়া হয়। যদিও নিঃশর্ত জামিনে মুক্ত ছিলেন তিনি। বলে রাখা ভালো, ইরানের অন্যতম সেরা পরিচালক জাফর পানাহি কট্টর ইসলামপন্থী সমালোচক হিসেবে পরিচিত।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসের আগে অ্যাথলিটদের সঙ্গে বুধবার বৈঠকে প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, পানাহির আগে ইরানের আরও দুই চলচ্চিত্র পরিচালক মহম্মদ রাসুলফ এবং মোস্তাফা আল আহমেদকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহের মধ্যেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।