Rishi Sunak: ইতিহাস সৃষ্টির পথে আরও এক ধাপ, বরিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত

0
14
Rishi Sunak

খাস ডেস্ক: ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ইস্তফার পর খোঁজ শুরু হয় নতুনের। সেই দৌড়েই এগিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।চতুর্থ রাউণ্ড শেষে শতাধিক ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

বরিসের ইস্তফার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসবে কে? তা নির্ণয় করতে কনজারভেটিভ প্রার্থীদের মধ্যেই যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়। চতুর্থ রাউণ্ড শেষে সুনক ১১৮ টি ভোট পেয়েছেন যা ওই রাউণ্ডে সর্বোচ্চ। পর্যাপ্ত ভোটের কমতির কারণে প্রধানমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গিয়েছেন সাংসদ কেমি বাডেনোচ। বর্তমানে লড়াই চলছে সুনক সহ তিনজনের মধ্যে। প্রসঙ্গত, চতুর্থ রাউণ্ডে ঋষি সুনকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মন্ত্রী পেনি মরডন্ট ৯২ টি এবং বিদেশ সচিব লিজ ট্রাস পেয়েছেন ৮৬ টি ভোট। তবে কেমি বাডেনোচ বাদ পড়ে যাওয়ায় তাঁর ভোটগুলি ট্রাসের ঝুলিতে আসবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন। বুধবার চূড়ান্ত রাউণ্ড শেষে সর্বাধিক ভোট প্রাপ্ত প্রথম দুজনকে বেছে নেওয়া হবে। বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী হতে সুনকের পার্টির সদস্যদের মধ্যে ১২০ টি ভোট অর্থাৎ এক তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন যা তিনি প্রায় পেয়েই গিয়েছেন। তাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সম্ভাবনা তালিকায় তিনি যে থাকবেন তা এখন থেকেই প্রায় নিশ্চিত।

- Advertisement -

উল্লেখ্য, গত ৭ জুলাই ইস্তফা দেন বরিস জনসন। এরপর সুনকের নামই বারবার উঠে এসেছে। ২০২০ সালে প্রথমবার ব্রিটেনের সাংসদ নির্বাচিত হন এই ভারতীয় বংশোদ্ভূত। ওই বছরেই বরিসের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে জায়গা করে নেন তিনি। তারপর কনজারভেটিভ পার্টিতে তাঁর উত্থান ছিল চোখে পড়ার মত। এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থেকে ইতিহাস সৃষ্টি করার পথে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক।