কমনওয়েলথ গেমসের আগে অ্যাথলিটদের সঙ্গে বুধবার বৈঠকে প্রধানমন্ত্রী

0
21
Mann Ki Baat

বিশ্বদীপ ব্যানার্জি: আগামী ২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে শুরু কমনওয়েলথ গেমস। বিগত বছরগুলির ন্যায় এবারেও অংশ নেবে ভারত। তার আগে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানাতে, সেইসঙ্গে সমর্থন করতে বুধবার তাঁদের সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত ভারত, এক নজরে

- Advertisement -

মঙ্গলবার নিজেই একটি টুইট করে এ কথা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, “বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসে যারা ভারতের প্রতিনিধিত্ব করবেন, তাঁদের সঙ্গে আগামীকাল সকাল ১০ টায় দেখা করতে চলেছি।” তিনি আরও লেখেন, “ক্রীড়াপ্রেমীদের কাছে অনুরোধ, তাঁরা যেন এই অনুষ্ঠানে যোগ দিয়ে খেলোয়াড়দের নিজেদের সমর্থন জানান।”

 

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে জানা যাচ্ছে, সরাসরি নয়। একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চলেছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এবারের কমনওয়েলথ গেমসে মোট ২১৫ জন অ্যাথলিটকে পাঠাতে চলেছে ভারত। এঁরা ১৯টি আলাদা আলাদা স্পোর্টসে ১৪১টি ইভেন্টে অংশ নেবেন।