ভূমিকম্পের দোসর শীত, তুরস্কে হিমাঙ্কের নিচে তাপমাত্রা

0
50
sub-freezing temperatures in Turkey

খাস ডেস্ক: একেই তো বিধ্বংসী ভূমিকম্পের জেরে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতদের সংখ্যা। আর তার মাঝেই দোসর হয়ে দাঁড়িয়েছে শীত (sub-freezing temperatures in Turkey)। প্রবল শীতে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে এগাচ্ছে। বেশকয়েকটি জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে, আবার কোথাও কোথাও হিমাঙ্কের নিচে পৌঁছেছে তাপমাত্রা। পাশাপাশি তুষারপাত আর বৃষ্টি। তুরস্ক প্রশাসন সূত্রের খবর, প্রবল শীতে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ দ্রুত সম্ভব হচ্ছে না। ত্রুটির কথা নিজেই স্বীকার করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইইপ এরদোগান।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, সোমবার ভোরে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। প্রথমে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত করে ভূমিকম্প। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এরপর ৬.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে দেশটিতে। মার্কিন এক সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদ সংস্থার অনুসারে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল। অঞ্চলটি নূরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৪.১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। আরও জানা গিয়েছে, প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত করার প্রায় ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন-বন্ধুরা সাহায্য করছে না, এবারে গলবস্ত্র হয়ে ভিক্ষা চাইলেন ইউক্রেনের রাষ্ট্রপতি

শেষ পাওয়া খবর অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ রয়েছেন একজন ভারতীয়। পাশাপাশি আরও ১০ জন ভারতীয় ওই ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়েছেন। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই জানা গিয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, তুরস্কের ভূমিকম্পের পর থেকে ১ ভারতীয় খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যবসার কাজে তুরস্ক গিয়েছিলেন তিনি। পাশাপাশি তুরস্কের ভূমিকম্পে আটকে পড়েছেন আরও ১০ ভারতীয়। তবে তাঁরা সুরক্ষিত জায়গায় রয়েছে বলেই দাবি করছে মন্ত্রক।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এদিকে, ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে WHO। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে অনেকটাই। এখনও পর্যন্ত তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। সেখানে ভূমিকম্পে ৪ হাজার ৭৪৮টি বিল্ডিং ভেঙে পড়েছে। যদিও তুষারঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও ভূমিকম্পের ত্রাণ সামগ্রী, এনডিআরএফ দল, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড, ওষুধ, ড্রিলিং মেশিন এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুরস্কে পৌঁছেছে ভারতীয় দল।