Ranji Trophy: সেঞ্চুরি করে নির্বাচকদের জবাব দিলেন এই ওপেনার

0
49
Team India vs County Select XI practice match today, know where to watch LIVE streaming

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় দলের বাইরে থাকা ওপেনার ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। টুর্নামেন্টের সেমিফাইনালে কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলছেন। মায়াঙ্ক নিজের দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাননি মায়াঙ্ক। এমন পরিস্থিতিতে ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের কড়া জবাব দিলেন তিনি। বুঝিয়ে দিলেন এখনও ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে জায়গা পাওয়ার যোগ্য মায়াঙ্ক।

অধিনায়ক মায়াঙ্ক  ডাবল সেঞ্চুরি করে তার দল কর্ণাটককে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। প্রথম দিনের খেলা শেষে মায়াঙ্ক ১১০ রানে অপরাজিত ছিলেন, শ্রীনিবাস শরৎ (অপরাজিত ৫৮) মায়াঙ্ককে সমর্থন করছেন। কর্ণাটক নয় উইকেটে ৪০৬ রান করে। সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন কুশাং প্যাটেল।

- Advertisement -

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন ঘোষণা আইসিসির, লড়াইয়ে তিন দল

এই সেঞ্চুরির মাধ্যমে মায়াঙ্কও ভারতীয় দলে ফিরে আসার দাবি রাখেন। মায়াঙ্ক এখনও পর্যন্ত ৪২৯ বলে ২৮ টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ২৪৯ রান করেছেন। এর আগে আর সমর্থ তিন রান, দেবদত্ত পাডিকল নয় রান, নিকিন হোসে ১৮ রান, মনীশ পান্ডে সাত রান ও শ্রেয়াস গোপাল ১৫ রান করে আউট হন। সৌরাষ্ট্রের হয়ে দুটি উইকেট নেন কুশাং প্যাটেল। একই সময়ে একটি করে উইকেট পান চেতন সাকারিয়া ও প্রেমাক মাঁকড়।